বাবর এবং রিজওয়ানের দুর্বলতা ঠিক কোথায়? জানিয়ে দিলেন ইরফান পাঠান

Last Updated:

Irfan Pathan has little bit of suggestion for Indian bowlers on how to get Babar Azam and Rizwan out. বিশ্বকাপে বাবর - রিজওয়ানকে আউট করার সহজ উপায় জানিয়ে দিলেন ইরফান

পাকিস্তানের ওপেনারদের ফেরানোর ফর্মুলা বলে দিলেন পাঠান
পাকিস্তানের ওপেনারদের ফেরানোর ফর্মুলা বলে দিলেন পাঠান
#মুম্বই: শুধু পাকিস্তানের নয়, এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। যে কটা ম্যাচ এই দুজন ওপেন করে সফল হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে পাকিস্তান। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নের মাঠে ভারতের বিরুদ্ধে বাবর এবং রিজওয়ান আবার বড় চ্যালেঞ্জ খাড়া করবেন সেটাই স্বাভাবিক।
আরও পড়ুন - ব্যাটে স্মৃতি, বলে রেনুকা! লঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
এক বছর আগে এই দুজন দুবাইয়ে ভারতকে উড়িয়ে দিয়েছিলেন। তারপর অবশ্য এশিয়া কাপে দুবারের সাক্ষাতে একবার ভারত জিতেছে, অন্যবার পাকিস্তান। কিন্তু মেলবোর্নের মাঠে যেকোনো মূল্যে পাকিস্তানকে হারাতে মরিয়া ভারত। আর সেক্ষেত্র বাবর - রিজওয়ান জুটিকে সবার আগে আউট করতে হবে। উপায় বলে দিয়েছেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রথমদিকে বাইরে বল করা যাবে না।
advertisement
advertisement
উইকেট লক্ষ্য করে বল করতে হবে। বাবর একটু সময় নেন। পাওয়ার প্লে কাজে লাগান রিজওয়ান। ইরফান মনে করেন বাবরকে তার ব্যাকফুটে খেলাতে হবে ভারতকে। সেক্ষেত্রে যদি পাওয়ারপ্লেতে চাহালকে একটি ওভার ব্যবহার করতে হয় করতে হবে। কারণ ওই জায়গায় বাবর দুর্বল থাকেন। রিজওয়ানকে ফুল লেন্থ বল করা যেতেই পারে। এলবি ডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকবে।
advertisement
এক্ষেত্রে ভারতের তরুণ বাঁহাতি সিমার অর্শদীপ সিং বড় ভূমিকা পালন করতে পারেন। কারণ পাকিস্তানের এই দুজন ব্যাটসম্যান অর্শদীপকে খেলেননি। সেক্ষেত্রে পঞ্জাবের পেসার গোপন অস্ত্র হয়ে উঠতে পারেন। ভুবনেশ্বর কুমার প্রথমদিকে সুইং করাতে পারলে বাবর - রিজওয়ান চ্যালেঞ্জের মুখে পড়বেন।
মহম্মদ শামির অভিজ্ঞতা অবশ্যই বড় ফ্যাক্টর। তবে এই মুহূর্তে তিনি কেমন ফর্মে আছেন সেটাই দেখার। কিন্তু একটা ব্যাপারে ইরফান নিশ্চিত। ভারতের ক্ষেত্রে ম্যাচটা জিততে হলে যত সম্ভব তাড়াতাড়ি দুই পাক ওপেনারকে ফেরাতে হবে। না হলে বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়া মুশকিল হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
বাবর এবং রিজওয়ানের দুর্বলতা ঠিক কোথায়? জানিয়ে দিলেন ইরফান পাঠান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement