Sunil Gavaskar on Virat Kohli: আইপিএলে স্ট্রাইক রেট নিয়ে বাকযুদ্ধের পরে ফের কোহলিকে নিয়ে মুখ খুললেন গাভাস্কর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar on Virat Kohli: আইপিএলে ওপেনার হিসাবে সফল হওয়ার পরে জল্পনা শুরু হয়, বিশ্বকাপেও কি বিরাট কোহলির ওপেন করা উচিত রোহিতের সঙ্গে? এই বার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গাভাস্কর।
মুম্বই: আইপিএলে স্ট্রাইক রেট নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছিলেন বিরাট কোহলি এবং সুনীল গাভাস্কর। বেশ কয়েক দিন ধরে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলেছিল সেই নিয়ে। তার পরে আইপিএলে অসাধারণ খেলে ১০ নম্বরে থাকা দলকে টেনে প্লে-অফে তুলেছিলেন বিরাট কোহলি, ঝোড়ো ব্যাটিং করে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিয়েছিলেন মহাতারকা।
আইপিএলে ওপেনার হিসাবে সফল হওয়ার পরে জল্পনা শুরু হয়, বিশ্বকাপেও কি বিরাট কোহলির ওপেন করা উচিত রোহিতের সঙ্গে? যদিও অনেকে বলেন বিশ্বকাপে ভারতের ব্যাটিংয়ে ডানহাতি- বাঁহাতি ব্যাটারের যুগলবন্দি বেশি সাফল্য আনতে পারে, তাই কোহলির তিনেই নামা উচিত। এই বার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গাভাস্কর।
advertisement
advertisement
ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলিরই ওপেন করা উচিত। আইপিএলে যে ভাবে কোহলি ব্যাট করেছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, তাতে ওরই রোহিত শর্মার সঙ্গে ওপেন করা উচিত। সত্যি বলতে ভাল খেলোয়াররা সব সময়ই ভাল খেলোয়ার। যে কোনও জায়গায় তারা ব্যাট করতে পারে, সেই ডানহাতি হোক বা বাঁহাতি”।
ডানহাতি- বাঁহাতি যুগলবন্দি নিয়ে তিনি আরও বলেন, “আমার মনে হয় ডানহাতি- বাঁহাতি ওপেনার দিয়ে শুরু করার দরকার নেই। টিভিতে বসে আলোচনা করার জন্য এটা খুব ভাল বিষয়, কিন্তু ভাল খেলোয়াররা সবসময়ই ভাল খেলোয়ার। রোহিত এবং বিরাটের মতো দুজন অসাধারণ ব্যাটার থাকতে তার কোনও দরকার নেই। আইপিএলে কোহলি যেমন ছন্দে ছিল, ওরই ওপেন করা উচিত”।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2024 6:50 PM IST