'সেনাদের থেকে শিক্ষা নেওয়া দরকার'! ওভাল টেস্টের পরই ক্রিকেটারদের তোপ গাভাসকরের! কারণটা কী?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই বিস্ফোরক সুনীল গাভাসকর। তার দাবি, দেশের ক্রিকেট দলের ডিকশনারি থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটি চিরতরে মুছে ফেলা হোক।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই বিস্ফোরক সুনীল গাভাসকর। তার দাবি, দেশের ক্রিকেট দলের ডিকশনারি থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটি চিরতরে মুছে ফেলা হোক। সানির মতে, দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে খেলোয়াড়দের উচিত ব্যথা ও ক্লান্তিকে ভুলে গিয়ে সর্বোচ্চটা দেওয়া। উদাহরণ হিসেবে তিনি টানা পাঁচটি টেস্টে দারুণ পারফর্ম করা পেসার মহম্মদ সিরাজ এবং চোট নিয়েও ব্যাট করা ঋষভ পন্থের নাম উল্লেখ করেছেন। গাভাসকর জানিয়েছেন, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের উচিত সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করা সেনাদের থেকে শিক্ষা নেওয়া, যারা ঠান্ডা বা কষ্ট নিয়ে অভিযোগ করেন না।
গাভাসকারের ভাষায়, ওয়ার্কলোড আসলে একটি মানসিক ধারণা, শারীরিক নয়। তিনি বলেন,“মহম্মদ সিরাজ প্রমাণ করে দিয়েছেন যে ওয়ার্কলোড কোনো বিষয়ই না। আমি আশা করি ওয়ার্কলোড শব্দটি ভারতীয় ক্রিকেটের ডিকশনারি থেকে বাদ দেওয়া হবে। পাঁচটি টেস্ট ম্যাচে, টানা ৭-৮ ওভারের স্পেল করে গেছেন, কারণ অধিনায়কের তাকে দরকার ছিল, আর দেশ তাকে চেয়েছিল। সকলকে মনে রাখতে হবে—ওয়ার্কলোড মানসিক বিষয়, শারীরিক নয়। যদি আপনি এই শব্দটিকে গুরুত্ব দিতে থাকেন, তাহলে কখনই আপনি মাঠে দেশের জন্য আপনার সেরা খেলোয়াড়দের পাবেন না।”
advertisement
বর্তমান ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং বিরতির ঘাটতির কারণে খেলোয়াড়দের চোট এড়াতে দলগুলো এখন বিজ্ঞান ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের বিশ্রাম দেয়। তবে গাভাসকারের মতো অনেক পুরনো প্রজন্মের ক্রিকেটাররা এটিকে দুর্বলতা হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার অভাবই এর পেছনে কাজ করে।
advertisement
advertisement
গাভাসকার আরও বলেন, “যখন আপনি দেশের হয়ে খেলছেন, তখন ব্যথা ভুলে যেতে হবে। সীমান্তে আমাদের জওয়ানরা কি ঠান্ডা নিয়ে অভিযোগ করেন? ক্রিকেট খেলছেন মানেই দেশের জন্য সেরাটা দেওয়া। ঋষভ পন্ত কী দেখালেন? চোট পেয়েও ব্যাট করতে নামলেন। এটাই আমরা খেলোয়াড়দের কাছ থেকে আশা করি। ভারতের হয়ে ক্রিকেট খেলা এক গর্বের বিষয়। আপনি ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং মহম্মদ সিরাজ আমাদের ঠিক সেটাই দেখালেন।”
advertisement
আরও পড়ুনঃ Mohammed Siraj: ‘সিরাজ কোনো বোলারই নয়…আমার লেভেল আলাদা’, ভারতীয় পেসারকে চরম অপমান পাকিস্তান পেসারের
সম্প্রতি শেষ হওয়া ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র হয়েছে। সিরিজের শেষ ম্যাচে ওভালে এক রোমাঞ্চকর জয় এনে দেন সিরাজরা। গাভাসকার মনে করেন, এই সিরিজই প্রমাণ করেছে দেশপ্রেম আর মানসিক দৃঢ়তাই একজন সত্যিকারের খেলোয়াড়ের পরিচয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 4:41 PM IST