Mohammed Siraj: 'সিরাজ কোনো বোলারই নয়...আমার লেভেল আলাদা', ভারতীয় পেসারকে চরম অপমান পাকিস্তান পেসারের

Last Updated:

Mohammed Siraj: সিরাজের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় গোটা ক্রিকেট বিশ্ব। তবে এই প্রশংসার মাঝেও বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানের প্রাক্তন পেসারের মন্তব্যে।

News18
News18
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট ম্যাচ চরম নাটকীয়তা ও রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়ে যায় এবং ভারত মাত্র ৬ রানে জয় পায়। ভারতের জয়ের নায়ক মহম্মদ সিরাজ, যিনি পুরো ম্যাচে ৯টি উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। শেষ দিনে তাঁর ৪ উইকেটের মধ্যে ৩টি তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজই।
সিরাজের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় গোটা ক্রিকেট বিশ্ব। তবে এই প্রশংসার মাঝেও বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানের প্রাক্তন পেসার তানভির আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি একমাত্র ব্যতিক্রম পথে হাঁটেন। একটি টিভি শোতে অংশ নিয়ে তানভির বলেন,তিনি এখনও মহম্মদ সিরাজকে “টেস্ট বোলার” মনে করেন না। তার মতে,”সিরাজ সেই মানের বোলার নন, যিনি টেস্টে ধারাবাহিকভাবে সফল হতে পারেন।”
advertisement
শো’র উপস্থাপক আসিফ খান তানভিরকে মনে করিয়ে দেন, আগের শোতেও তিনি একই কথা বলেছিলেন। এ নিয়ে প্রশ্ন তুললে তানভির উত্তেজিত হয়ে বলেন, “আমি একজন টেস্ট ক্রিকেটার, আমার লেভেল আলাদা।” উত্তরে উপস্থাপক জিজ্ঞেস করেন, “আপনার লেভেলটাই বা কী?” এরপর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।
advertisement
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তানভির আহমদের ‘অহংকারী’ মন্তব্যকে কটাক্ষ করে বলেন, “এটাই পাকিস্তানের লেভেল।” তারা মনে করেন, একজন পারফর্মিং প্লেয়ারের বিরুদ্ধে এমন মন্তব্য করা অযৌক্তিক এবং ঈর্ষার বহিঃপ্রকাশ।
advertisement
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মহম্মদ সিরাজ এখন নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে প্রমাণ করছেন। মাঠে তাঁর ধারাবাহিকতা ও লড়াই করার মানসিকতা তাঁকে একজন যোগ্য টেস্ট বোলারে পরিণত করেছে। সমালোচকদের উত্তর তিনি দিচ্ছেন তাঁর পারফরম্যান্সের মাধ্যমেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Siraj: 'সিরাজ কোনো বোলারই নয়...আমার লেভেল আলাদা', ভারতীয় পেসারকে চরম অপমান পাকিস্তান পেসারের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement