Gavaskar on Venkatesh Iyer : সময় পেলে জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে ভেঙ্কটেশ, বলছেন সুনীল গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar believes Venkatesh Iyer can be a useful all round player. সানি মনে করেন নির্বাচকরা যখন ভেঙ্কটেশকে ডেকেছেন, তখন একটা বা দুটো ম্যাচ দেখে তার বিচার যেন না করা হয়।গাভাসকার জানিয়েছেন ভেঙ্কটেশকে দেখে তার যেটুকু মনে হয়েছে অতিরিক্ত আবেগে ভেসে যাওয়ার ছেলে নয়।

ভেঙ্কটেশের মধ্যে আগামী দিনের তারকা দেখতে পাচ্ছেন সানি
ভেঙ্কটেশের মধ্যে আগামী দিনের তারকা দেখতে পাচ্ছেন সানি
দেশের মাটিতে হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন তিনি। বয়স ২৬। সুনীল গাভাসকার বেশ পছন্দ করেন এই যুবককে। সানি মনে করেন নির্বাচকরা যখন ভেঙ্কটেশকে ডেকেছেন, তখন একটা বা দুটো ম্যাচ দেখে তার বিচার যেন না করা হয়। পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত তাকে। অতীতে বিজয় শংকর অথবা শিবম দুবে জাতীয় দলে এসেও, বেশিদিন টিকতে পারেননি। সানি মনে করেন একই ব্যবহার যেন না করা হয় কেকেআর ব্যাটসম্যানের সঙ্গে।
advertisement
advertisement
উচ্চতা ভাল। হাতে জোরালো শট আছে। প্রয়োজনে মিডিয়াম পেস বল করতেও পারেন। সব মিলিয়ে ভেঙ্কটেশ যথেষ্ট বুদ্ধিমান ক্রিকেটার। পাশাপাশি গাভাসকার জানিয়েছেন ভেঙ্কটেশকে দেখে তার যেটুকু মনে হয়েছে অতিরিক্ত আবেগে ভেসে যাওয়ার ছেলে নয়। শিক্ষিত যুবক বলেই নিজের আচরণ সম্পর্কে অবহিত। এমন ক্রিকেটার সাফল্য পাবেন আশা করেন সানি।
advertisement
পাশাপাশি আবেশ খান এবং হার্ষল প্যাটেল দলে সুযোগ পেয়েছেন দেখে খুশি তিনি। এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হয়েছে বলে বিসিসিআই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সানি মনে করিয়ে দিয়েছেন পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে আবার একটা টি টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই মাথায় রেখে প্রস্তুতি শুরু করুক ভারত। অধিনায়ক রোহিত শর্মা এবং নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন মনে করেন সুনীল গাভাসকার। পাশাপাশি ২০২৩ একদিনের বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করবে ভারত নিশ্চিত সানি।
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Venkatesh Iyer : সময় পেলে জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে ভেঙ্কটেশ, বলছেন সুনীল গাভাসকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement