Daryl Mitchell Good Gesture: ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, এক মিনিটে বুঝিয়ে দিলেন নিউ জিল্যান্ডের মিচেল

Last Updated:
Daryl Mitchell: মাঠে বারবার ভদ্রতার নজির রেখে যাচ্ছেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্য়ানরা।
1/5
জেন্টলম্যানস গেম। অর্থাত ভদ্রলোকের খেলা। ক্রিকেটকে এই নামেই ডাকা হয়। তবে অনেক সময় ক্রিকেটাররা সাময়িক মাথা গরম করে এই নামের সঙ্গে সুবিচার করতে পারেন না। ক্রিকেট মাঠে স্পোর্টসম্যান স্পিরিট ক্ষুন্ন হয়। তবে এখনও কিছু ক্রিকেটার আছেন, যাঁদের জন্য ক্রিকেটকে সত্যিই ভদ্রলোকের খেলা বলা চলে। নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল তেমনই একজন।
জেন্টলম্যানস গেম। অর্থাত ভদ্রলোকের খেলা। ক্রিকেটকে এই নামেই ডাকা হয়। তবে অনেক সময় ক্রিকেটাররা সাময়িক মাথা গরম করে এই নামের সঙ্গে সুবিচার করতে পারেন না। ক্রিকেট মাঠে স্পোর্টসম্যান স্পিরিট ক্ষুন্ন হয়। তবে এখনও কিছু ক্রিকেটার আছেন, যাঁদের জন্য ক্রিকেটকে সত্যিই ভদ্রলোকের খেলা বলা চলে। নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল তেমনই একজন।
advertisement
2/5
২০১৯ বিশ্বকাপের ফাইনালে অদ্ভুত নিয়মে ইংল্যান্ডের কাছে হেরেছিল নিউ জিল্যান্ড। বুধবার সেই হারের মধুর প্রতিশোধ নিল কেন উইলিয়ামসনের দল। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্য়ান্ড। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মিচেলের স্পোর্টসম্যান স্পিরিট প্রশংসা কুড়োল বেশি।
২০১৯ বিশ্বকাপের ফাইনালে অদ্ভুত নিয়মে ইংল্যান্ডের কাছে হেরেছিল নিউ জিল্যান্ড। বুধবার সেই হারের মধুর প্রতিশোধ নিল কেন উইলিয়ামসনের দল। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্য়ান্ড। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মিচেলের স্পোর্টসম্যান স্পিরিট প্রশংসা কুড়োল বেশি।
advertisement
3/5
জেতার জন্য শেষ ১৮ বলে ৩৪ রান দরকার ছিল নিউ জিল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ড্যারিল মিচেল (Daryl Mitchell) যেটা করলেন তা অনেক ক্রিকেটারই করার কথা ভাববেন না। ভদ্রতার খাতিরে তিনি সিঙ্গলস নেওয়ার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন।
জেতার জন্য শেষ ১৮ বলে ৩৪ রান দরকার ছিল নিউ জিল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ড্যারিল মিচেল (Daryl Mitchell) যেটা করলেন তা অনেক ক্রিকেটারই করার কথা ভাববেন না। ভদ্রতার খাতিরে তিনি সিঙ্গলস নেওয়ার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন।
advertisement
4/5
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেললেন মিচেল। শুরুতে ব্যাটিং করতে নেমে একেবারে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। তবে এদিন তাঁর পারফরম্যান্সের থেকেও বেশি কথা হল স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেললেন মিচেল। শুরুতে ব্যাটিং করতে নেমে একেবারে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। তবে এদিন তাঁর পারফরম্যান্সের থেকেও বেশি কথা হল স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে।
advertisement
5/5
নিউ জিল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে ঘটল ঘটনাটি। সেই ওভারে বোলিং করছিলেন আদিল রশিদ। কিউয়ি ব্যাটার নিশাম রশিদের ওভারের প্রথম বল ঠেলে দেন লং অফে। তার পর সিঙ্গলস নিতে যান। সেই সময় মিচেলের গা ঘেঁষে যাওয়া বল ধরতে চেষ্টা করেছিলেন রশিদ। কিন্তু পারেননি। মিচেলের মনে হয়েছিল, তিনি বল ধরতে রশিদকে বাধা দিয়েছিলেন। তাই সুযোগ থাকা সত্ত্বেও তিনি সিঙ্গলস নেননি। ভদ্রতার পরিচয় দেন। মাঠে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখার জন্য বারবার প্রশংসিত হন নিউ জিল্য়ান্ডের ব্যাটসম্যানরা। সেই পরম্পরা বজায় রাখলেন মিচেল।
নিউ জিল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে ঘটল ঘটনাটি। সেই ওভারে বোলিং করছিলেন আদিল রশিদ। কিউয়ি ব্যাটার নিশাম রশিদের ওভারের প্রথম বল ঠেলে দেন লং অফে। তার পর সিঙ্গলস নিতে যান। সেই সময় মিচেলের গা ঘেঁষে যাওয়া বল ধরতে চেষ্টা করেছিলেন রশিদ। কিন্তু পারেননি। মিচেলের মনে হয়েছিল, তিনি বল ধরতে রশিদকে বাধা দিয়েছিলেন। তাই সুযোগ থাকা সত্ত্বেও তিনি সিঙ্গলস নেননি। ভদ্রতার পরিচয় দেন। মাঠে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখার জন্য বারবার প্রশংসিত হন নিউ জিল্য়ান্ডের ব্যাটসম্যানরা। সেই পরম্পরা বজায় রাখলেন মিচেল।
advertisement
advertisement
advertisement