Sumit Antil: ‘জ্যাভলিন থ্রোতে সোনা জিতেই ফিরব’, প্যারিস প্যারালিম্পিক্সের আগে হুঙ্কার সুমিত অ্যান্টিলের

Last Updated:

Sumit Antil: অনেকেই জানেন না, প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ের বিশ্বরেকর্ডও রয়েছে এক ভারতীয় খেলোয়াড়ের নামেই। তিনি ভারতের তারকা প্যারা অ্যাথলিট সুমিত অ্যান্টিল।

প্যারসি অলিম্পিক্সে রুপো জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। পরপর দুটি অলিম্পিক্সে পদকজয়ী গুটিকয়েক খেলোয়াড়ের মধ্যে তিনি একজন। প্যারিসে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় হন নীরজ। এটাই এই মরশুমে নীরজের সেরা থ্রো।
শুধু প্যারিস অলিম্পিক্স নয়, মরশুমের অন্যান্য টুর্নামেন্ট থেকেও পদক জিতেই ফিরেছেন নীরজ। রয়েছেন সেরা ফর্মে। তবে অনেকেই জানেন না, প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ের বিশ্বরেকর্ডও রয়েছে এক ভারতীয় খেলোয়াড়ের নামেই। তিনি ভারতের তারকা প্যারা অ্যাথলিট সুমিত অ্যান্টিল।
২৮ অগাস্ট থেকে শুরু হতে চলেছে প্যারিস প্যারালিম্পিক্স। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই গেমসে সুমিতের কাছ থেকে পদক জয়ের আশা করছে গোটা দেশ। তিনি নামবেন পুরুষদের এফ৬৪ বিভাগে। নতুন বিশ্বরেকর্ড গড়াই এখন সুমিতের লক্ষ্য।
advertisement
advertisement
সুমিত প্যারালিম্পিক্সে মোট তিনবার বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথমবার টোকিওতে ৬৮.৫৫ মিটারের থ্রো করে সোনা জেতেন। এরপর ২০২৩ সালে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে ৭০.৮৩ মিটার থ্রো করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। হাংঝো এশিয়ান প্যারা গেমসে ৭৩.২৯ মিটার দূরত্বে থ্রো করে ফের গড়েন নতুন রেকর্ড। জেতেন সোনা।
পায়ে কোনও ব্যাধি রয়েছে এমন ক্রীড়াবিদ যাঁরা কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটেন তাঁরা এফ৬৪ ক্যাটাগরিতে অংশ নেন। সুমিত জানিয়েছেন, প্যারিস প্যারালম্পিক্সে সোনা জিততে চান তিনি। গড়তে চান নতুন বিশ্বরেকর্ড। ২৬ বছর বয়সী সুমিতের কথায়, “৮০ মিটার দূরত্বে থ্রো করাই আমার লক্ষ্য। তবে প্যারিস প্যারালম্পিক্সে ৭৫ মিটার টার্গেট নিয়েছি। সোনা জেতা আর কিছু ভাবছি না।’’
advertisement
মাত্র ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় পা হারান সুমিত। তবে মনের জোর কমেনি এতটুকু। চলতি বছরের মে মাসে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে ৬৯.৫০ মিটার থ্রো করে সোনা জেতেন তিনি। সুমিত বলছেন, “ধারাবাহিকভাবে অনুশীলন করে গিয়েছি। টেকনিকে কোনও বদল করিনি। শুধু শক্তি আর এনার্জি বাড়ানোর দিকে মন দিয়েছি। আগের বারের চেয়ে ভাল করার চেষ্টা করব।’’ প্রসঙ্গত, প্যারিস প্যারালিম্পিক্সের মোট ১২টি ইভেন্টে ভারতের ৮৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sumit Antil: ‘জ্যাভলিন থ্রোতে সোনা জিতেই ফিরব’, প্যারিস প্যারালিম্পিক্সের আগে হুঙ্কার সুমিত অ্যান্টিলের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement