Sports news: বিশ্বের মঞ্চে দেশের গর্ব বাংলার মেয়ে! শুটিং বল বিশ্বকাপে সুযোগ পেল হাওড়ার কিশোরী
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শুটিং বল বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার রনিতা। মাত্র ১৬ বছর বয়সে এই সুযোগ রীতিমত বাংলা-সহ গোটা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে
হাওড়া: শুটিং বল বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার রনিতা। মাত্র ১৬ বছর বয়সে এই সুযোগ বাংলা-সহ গোটা দেশজুড়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। দরিদ্র পরিবার থেকে উঠে আসা হাওড়ার রনিতা সরদার আশার আলো দেখাচ্ছে গোটা দেশকে।
আগামী ২ রা, ৩ রা মার্চ দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ১১ টি দেশ অংশগ্রহণ করছে। এই প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার শুটিং বল ওয়ার্ল্ড কাপের আসরে বাংলা একমাত্র খেলোয়াড় রনিতা সরদার। এতে পরিবার আত্মীয় পরিজন এবং তার প্রশিক্ষক অনিমেষ নস্কর, দেবযানী নস্কর দারুন খুশি।
advertisement
advertisement
সকলেই শুভকামনা জানিয়েছেন। প্রত্যন্ত গ্রামে বাস করে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া মোটেও সহজ নয়। রনিতা’ র বাবা একজন জরির কাজের কারিগর। জরির কাজে বাজার মন্দ, এই কাজ করে পরিবারের খাবার খরচ যোগানো দায়। তার উপর মেয়ের খেলার খরচ চ্যালেঞ্জই বটে।
নানা প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে বিশ্বমঞ্চে রনিতা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এতেই পরিবারের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি গিয়েছে মুছে। অর্থনৈতিক অভাব অনটন সঙ্গী তাদের। তবে কোনও ভাবেই থমকে পড়েনি রনিতা ও তার পরিবার।
advertisement
শৈশব থেকেই খেলার প্রতি ভীষণ মনোযোগী সে। স্কুলে হাই জাম্প, লং জাম্প বা দৌড়ের মত প্রতিযোগিতায় বরাবরই সফলতা মিলেছে তার। শিক্ষক শিক্ষিকার পরামর্শে ‘ নলপুর স্পোর্টস ‘ একাডেমিতে পঞ্চম শ্রেণি থেকে শুটিং বল প্রশিক্ষণ শুরু।
দীর্ঘ প্রায় ছয় বছর নিরলস অনুশীলনের পর এই সুযোগ।এ প্রসঙ্গে রনিতা সরদার জানায়, বাবা-মা এবং প্রশিক্ষক অনিমেষ নস্কর ও দেবযানী নস্করের অবদান প্রচুর। হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। গ্রামের মাঠে নিজেকে আরও বেশি করে ঝালিয়ে নেওয়ার সকাল-বিকাল অনুশীলন চলছে। সে আরও জানায়, বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করব।
advertisement
রাকেশ মাইতি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 5:17 PM IST