Indian Railways: বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!

Last Updated:

বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক

+
বড়

বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!

দক্ষিণ দিনাজপুর: হিলি-বালুরঘাট রেল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন নর্থ ফ্রন্টিয়ার রেলের নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে। এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শন করার পর রেললাইন যাওয়ার জায়গাগুলো পরিদর্শন করেন তিনি।
তাঁর আশা দ্রুত নির্মীয়মাণ কাজগুলি সম্পূর্ণ হবে এবং জমি হস্তান্তর হলেই রেললাইন পাতার কাজ শুরু হবে বালুরঘাট হিলি রেল প্রকল্পের। হিলি-বালুরঘাট প্রায় ৩০ কিলোমিটার প্রস্তাবিত নতুন রেলপথের কাজ এখনও শুরু হয়নি। এই রেলপথের প্রধান পাঁচটা ব্রিজের কাজ শুরু করেছে রেল দফতর বিগত ডিসেম্বর মাস থেকে।
advertisement
advertisement
যে কাজ শুরু হয়েছে সেই সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডের এই পরিদর্শন। এখনও পর্যন্ত রেল দফতরের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ২৯৮ কোটি টাকা দেওয়া হয়েছে। যার মধ্যে ৪০ কোটি টাকা খরচ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং জমিদাতাদের সেই টাকা দিয়েছে জমির ক্ষতিপূরণ বাবদ।
এদিকে বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক। তার জন্য হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশের রেলের সঙ্গে কথা বলছেন ভারতীয় রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, আগামীতে বাংলাদেশের রেলপথের সঙ্গে যাতে হিলির রেলপথ যুক্ত করা যায়।
advertisement
এমন ভাবনা নিয়েই হিলি স্টেশনের কাজ শুরু করতে চলেছে রেল। বালুরঘাট হিলি ৩০ কিলোমিটার রেল প্রকল্পের জন্য প্রয়োজন ৩৮৫ একর জমি এবং ক্ষতিপূরন বাবদ টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি রেল আধিকারিক সতীশ কুমার পান্ডের। রেল এখনও পর্যন্ত কোনও জমি হাতে পায়নি। জমি হাতে পেলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বড় খবর দিল রেল! বালুরঘাট-হিলি রেলপথ বাংলাদেশের সঙ্গেও জুড়তে চায় রেল মন্ত্রক!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement