পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, মাঠেই মন ভোলানো নাচ গোটা দলের

Last Updated:

মহিলা এশিয়া কাপের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা। ১ রানে ম্যাচ জিতল লঙ্কান মেয়েরা। জয়ের পর ভাইরাল শ্রীলঙ্কা দলের নাচ।

ছেলেদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখের সামনে থেকে গ্রাস ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা৷ প্রতিযোগিতায় আন্ডারডগ হিসেবে শুরু করেও নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলকে চমক দিয়েছিল দাসুন শানাকারা৷ এবার মেয়েদের এশিয়া কাপেও ফেভারিট তকমা না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ জিতে ফাইনালে পৌছে গেল শ্রীলঙ্কার মেয়েরা৷ রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল শ্রীলঙ্কা। ম্য়াচ জয়ের পর শ্রীলঙ্কার মেয়েদের সেলিব্রেশন ভাইরাল নেট দুনিয়ায়।
প্রথমবারের মতো মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা মহিলা দল। একইসঙ্গে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার কোনও দল এক রানে ম্য়াচ জিতল। ম্য়াচ জয়ের পর শ্রীলঙ্কা দলের ক্রিকটাররা মাঠেই দল বেধে নাচতে দেখা যায়। সাধারণত খেলোয়ারদের দল বেধে একই তালে নাচতে খুব একটা কম দেখা যায়। কিন্তু এদিন দেখা গেল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটারে পেশাদার ডান্সারদের মত দল বেধে সুন্দরভাবে নাচলেন। যেই ভিডিও খুবই মিষ্টি। শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের এমন সেলিব্রেশন নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন হরশিতা সামারাউইকরামা। এছাড়া ২৬ রান করে অনুষ্কা সঞ্জিওয়ানি। ছোট টার্গেট তাড়া করতে নেমে অতিরিক্ত ধীর গতিতে ব্য়াট করার খেসারত দিতে হয় পাকিস্তান দলকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে পাকিস্তান। অধিনায়ক বিসমাগ মাহরুফ ৪২ ও নিদা দার ২৬ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। অন্য়ান্য় ব্য়াটাররা ব্য়র্থ হন। ১ রানে ম্য়াচ জিতে ফাইনালে পৌছাল শ্রীলঙ্কা। ১৫ অক্টোবর এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, মাঠেই মন ভোলানো নাচ গোটা দলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement