ফাইনালে উড়ে গেল পাকিস্তান ! হাসারাঙ্গা, মধুর দাপটে ষষ্ঠবার এশিয়া কাপ শ্রীলঙ্কার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sri Lanka beat Pakistan to win sixth Asia Cup as Wanindu Hasaranga stars with the ball. নায়ক হাসারাঙ্গা, পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
শ্রীলংকা জয়ী ২৩ রানে
#দুবাই: এশিয়া কাপ ফাইনালে যেভাবে ধ্বংসস্তূপ থেকে লঙ্কাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল ভানুকা রাজাপক্ষর ইনিংস, তাতে বাকি কাজটা করতে হত বোলারদের। কিন্তু শুরুতেই ধাক্কা। ক্রিকেট ম্যাচে অতিরিক্ত রান অনেক সময় ফলাফলে প্রভাব ফেলে। এশিয়া কাপ ফাইনালে সেই অতিরিক্ত রানই পাকিস্তানকে বাড়তি সুবিধা করে দিল ইনিংসের শুরুতেই।
advertisement
কোনও বল না খেলেই নয় রান হয়ে গেল বাবর আজমদের! শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ফাইনালে নতুন বল তুলে দেন দিলসান মদুশঙ্কর হাতে। প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার বদলে পাকিস্তানের লক্ষ্যই কমিয়ে দিলেন তিনি। কিন্তু লঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনলেন মধুশান। বাবর আজম (৫) এবং ফখর (০) একই ওভারে তুলে নিলেন তিনি।
advertisement
এরপর অবশ্য রিজওয়ান এবং ইফতিকার ৭১ রানের পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনল পাকিস্তানকে। শেষ পর্যন্ত ইফতিকার আউট হলেন ৩২ করে। তবুও লঙ্কা ম্যাচে ছিল প্রবল ভাবে। রিজওয়ান উইকেটে পড়ে থাকলেও টি-টোয়েন্টি অনুপাতে রান করতে পারছিলেন না। ধনঞ্জয়, হাসারাঙ্গা দুজন স্পিনার বুদ্ধি করে বল করছিলেন। মহম্মদ নওয়াজ (৬) ফিরে গেলেন করুণা রত্নের বলে।
advertisement
পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভারে ম্যাচে দাপট ছিল পাকিস্তানের। অত্যন্ত খারাপ শট খেলে আউট হলেন শ্রীলংকার অধিনায়ক শানাকা। দুই করে ক্রস শট খেলতে গিয়ে শাদাব খানের বলে বোল্ড হলেন। শ্রীলংকার পক্ষে বড় টার্গেট তোলা সম্ভব নয় পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই। প্রথম ১০ ওভারে শ্রীলংকার রান ছিল ৬৭/৫।
দুর্বার গতিতে এগিয়ে চলেছিল পাকিস্তান। তাদের পেস এবং স্পিনের যুগলবন্দীতে লঙ্কার অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছিল। ১৪ ওভারে ১০০ পূর্ণ হল শ্রীলংকার। এই জায়গা থেকে শ্রীলংকার হয়ে কিছুটা জমি তৈরি করলেন রাজাপক্ষ এবং হাসারাঙ্গা। ৫০ রানের পার্টনারশিপ তৈরি হল দুজনের।
advertisement
১৭ ওভারের প্রথম বলে রিজওয়ানকে (৫৫) তুলে নিলেন হাসারাঙ্গা। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিলেন গুনতিলক। ৭ নম্বরে নামলেন আসিফ আলি। অন্যদিকে ছিলেন খুষদিল শাহ। কিন্তু হাসারাঙ্গাকে আক্রমণ করতে গিয়ে খাতা না খুলে বোল্ড আসিফ আলি। এখানেই ম্যাচটা শ্রীলংকা জিততে চলেছে মোটামুটি নিশ্চিত হয়ে গেল।ওই ওভারেই খুষদীলকে আউট করলেন হাসারাঙ্গা। কেন তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বুঝিয়ে দিলেন শ্রীলংকান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 11:24 PM IST