Spain vs England Euro 2024 Final: একে-অপরকে আক্রমণ স্পেন-ইংল্যান্ড ফুটবলারের! ইউরো ফাইনাল ঘিরে বার্লিনে চড়ছে পারদ

Last Updated:

Spain vs England Euro 2024 Final: ইউরো ফাইনাল ঘিরে বার্লিনে ইতিমধ্যেই দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তাপ সীমা ছাড়াচ্ছে। এবার ম্যাচের আগে বাগযুদ্ধ লেগে গেল ফুটববলারদের মধ্যেও।

বার্লিন: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ভারতীয় সময় রবিার মধ্যরাত ১২.৩০ মিনিটে ইউরো ২০২৪-এর মেগা ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। আগামী চার বছর ইউরোপ সেরার শিরোপা থাকবে কোন দেশের মাথায় তা ঠিক হবে বার্লিনের মহারণে। ফাইনাল ঘিরে বার্লিনে ইতিমধ্যেই দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তাপ সীমা ছাড়াচ্ছে। এবার ম্যাচের আগে বাগযুদ্ধ লেগে গেল ফুটববলারদের মধ্যেও।
মেগা ফাইনালে কোন দল বেশি এগিয়ে থাকবে তা ঠিক করবে মাঝ মাঠের দখল কারা নিতে পারবে। এক্ষেত্রে স্পেনের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার হলেন দানি অলমো। অপরদিকে, ইংল্যান্ড মাঝমাঠের অন্যতম ভরসা জুড বেলিংহ্যামে। ইউরোতে ভাল ফর্মেও রয়েছে ইংরেজ তারকা। ফাইনালে আগে কাওকে ভয় পাই না বলে জানিয়ে দিলেন অলমো। উল্টোদিকে কথায় নয়, কাজে করে দেখানোর তত্ত্বতেই বিশ্বাসী বেলিংহ্যাম।
advertisement
ফাইনালের আগে বেলিংহ্যাম প্রসঙ্গে স্প্যানিশ মিডিও দানি অলমো বলেছেন, আমরা ইংল্যান্ডের কোনও প্লেয়ারকে ভয় পাই না। নাম দিয়ে কোনও কাজ নেই, বেলিংহ্যাম একটা উদাহরণ মাত্র। বেলিংহ্যাম ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেও ওকে নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে।” বেলিংহ্যাম আবার নিজেক কিছুটা শান্ত রেখে কারো নাম না ধরে বলেছেন,”মাঠের খেলা মাঠেই হবে। ওখানেই জবাব দেওয়ার চেষ্টা করব।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ইউরো ইতিহাসে ৩ বার সেরার শিরোপা ঘরে তুলেছে স্পেন। শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে স্পেনের স্বপ্নের দল থাকাকালীন। তারপর মাঝে খরা গেলে এবারের দল স্প্যানিশ আর্মাডাদের হারানো গৌরব পুনরুদ্ধারে মরিয়া। অপরদিকে, এখনও ইউরো জয়ের স্বাদ পায়নি ব্রিটিশ। আন্তর্জাতিক ট্রফি বলতে সেই ১৯৬৬-র বিশ্বকাপ। গতবার ও হারতে হয়েছিল ফাইনালে। ৫৮ বছরের ট্রফির খরা এবার কাটাতে বদ্ধপরিকর গ্যারেথ সাউথ গেটের দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Spain vs England Euro 2024 Final: একে-অপরকে আক্রমণ স্পেন-ইংল্যান্ড ফুটবলারের! ইউরো ফাইনাল ঘিরে বার্লিনে চড়ছে পারদ
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement