India vs Pakistan: ফিরল ২০০৭-এর স্মৃতি! পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ১৪ দিনের ব্যবধানে ফের বিশ্বজয় ভারতের

Last Updated:

India vs Pakistan: ঠিক ২ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২৯ জুনের পর ১৩ জুলাই। আরও এক বিশ্বজয় ভারতের।

বার্মিংহ্যাম: ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয় করেছিল ভারত। মাঝে ১৭ বছরের ব্যবধান। সেই দলের সব সদস্যরাই বর্তমানে প্রাক্তন। ২০০৭ -এর টি-২০ বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্যরাই আরও একবার সেই পাকিস্তানকে হারিয়েই করল বিশ্বজয়। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় দল।
ঠিক ২ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২৯ জুনের পর ১৩ জুলাই। আরও এক বিশ্বজয় ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের প্রাক্তনদের নিয়ে তৈরি টিমকে ৫ উইকেটে হারিয়ে লেজেন্ডদের বিশ্বকাপ জিতল যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরা। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে হারিয়ে উড়ল ভারতের পতাকা।
advertisement
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ করে পাকিস্তান। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন শোয়েব মালিক। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অনুরীত সিং। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় লেজেন্ডদের ভারতীয় দল। ৩০ বলে ৫০ করে ম্যাচের সেরা হন অম্বাতি রায়ডু। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন যুবরাজ সিং, ইরফান-ইউসুফ পাঠান ও গুরকিরত সিং মান।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে ভারতীয় দল। যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের দেখা যায় পুরনো ছন্দে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দুরমুশ করার পর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অনেকটাই যেন ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটাল ভারতীয় দল। ফাইনাল জয়ের পর সেলিব্রেশনে মাতে প্রাক্তনদের টিম ইন্ডিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ফিরল ২০০৭-এর স্মৃতি! পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ১৪ দিনের ব্যবধানে ফের বিশ্বজয় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement