Brazil vs Argentina: আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল, সাম্বা ঝড়ে নাস্তানাবুদ নীল-সাদা ব্রিগেড

Last Updated:

Brazil vs Argentina: বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার ইচ্ছে পূরণ হয়নি বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের। কিন্তু একমাসের মধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের মহারণে জয়ের হাসি হাসল সাম্বা ব্রিগেড।

আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল
আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল
স্যান ফার্নান্ডো: ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনা যখনই মুখোমুখি হয়েছে আলাদা মাত্রা পেয়েছে। তা সে সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক দল। মঙ্গলবার ভোরে অনুর্ধ্ব ২০ কোপা আমেরিকায় বড় ব্যবধানে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল। বিশ্বকাপের সেমি ফাইনালে দুই দলের সাক্ষাতের সম্ভাবনা থাকলেও তা বাস্তবের মাটিতে রূপ পায়নি। তাই দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথ দেখার জন্য দক্ষিণ আমেরিকার যুব ফুটবল চ্যাম্পিনশিপই ছিল ভরসা। সেই ম্যাচে ৩-১ গোলে আলবিসেলেস্তদের হারাল সেলেকাওরা।
অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। তবে ব্রাজিল জয় দিযে প্রতিযোগিতা শুরু করলেও প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে সাম্বা ব্রিগেড। অপরদিকে, প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারতে হয় নীল-সাদা ব্রিগেডকে। ফলে এই ম্যাচে জয় দরকার ছিল আর্জেন্টিনার।
advertisement
advertisement
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে ৮ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার গিয়ের্মে বিরো। ২৭ মিনিটে সমতায় ফেরার জন্য পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সেই সুযোগ লাগাতে পারেননি জিনো ইনফান্তি। ৩৬ মিনিটে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন আন্দ্রে স্যান্টোস। ৮৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ভিটর রকি গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচ শেষের আগে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন ম্যাক্সিমিলিয়ানো গঞ্জালেজ। ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।
advertisement
এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে ২টি ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে প্যারাগুয়ে। ২ ম্যাচে একটি জয় ও একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। ২ ম্যাচে ২টি হার ০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্জেন্টিনা। ৩ ম্যাচে সবকটি হেরে গ্রুপ টেবিলের শেষে পেরু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Brazil vs Argentina: আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল, সাম্বা ঝড়ে নাস্তানাবুদ নীল-সাদা ব্রিগেড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement