IND vs SA Test: ফের অধিনায়কত্বে কামব্যাক! ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA Test: আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট, তিনটি একদিনের ও পাঁচটি টি–২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট, তিনটি একদিনের ও পাঁচটি টি–২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই টেস্ট দলের ঘোষণা করে দিয়েছে, যেখানে অধিনায়ক হিসেবে ফিরেছেন টেম্বা বাভুমা।
চোটের কারণে পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকার পর বাভুমা দলে ফিরেছেন। তিনি বাঁ পায়ের পেশির ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন এবং আবার নেতৃত্ব দিতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে বাভুমা ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড বেডিংহামের জায়গায় ফিরেছেন।
দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার — কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি — অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি তিনজন পেসার — কাগিসো রাবাডা, মার্কো জানসেন ও করবিন বশ — থাকছেন আক্রমণের মূল ভরসা হিসেবে। এছাড়াও এডেন মার্করামকে সহ–অধিনায়ক করা হয়েছে। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, জুবায়ের হামজা ও উইয়ান মুলডার।
advertisement
advertisement
বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে ভারতের মাটিতে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। সর্বশেষ ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ে’র নেতৃত্বে তারা ভারতে টেস্ট সিরিজ জিতেছিল। এরপর থেকে গত ২৫ বছরে তারা মাত্র দুটি টেস্ট জিতেছে।
advertisement
🚨 SQUAD ANNOUNCEMENT 🚨
The South African Men’s selection panel has announced the 15-player squad for the two-match Test series against India from 14 – 26 November in the subcontinent.
Test captain Temba Bavuma returns to the side after missing the recent Pakistan Test series… pic.twitter.com/dOGTELaXUu
— Proteas Men (@ProteasMenCSA) October 27, 2025
advertisement
২০১৯ সালের শেষ ভারত সফরে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচেই পরাজিত হতে হয়েছিল। তাই আসন্ন সিরিজটি তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। অন্যদিকে, ভারতীয় দলের ঘোষণা এখনও হয়নি। বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা কি ২৫ বছরের খরা কাটিয়ে ভারতে আবার জয়ের মুখ দেখবে, তার উত্তর দেবে সময়।
আরও পড়ুনঃ IND vs AUS: প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের ওপেনিংয়ে বড় বদল! ভাগ্য ফিরতে চলেছে ‘বঞ্চিত’ ক্রিকেটারের?
advertisement
ভারত সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম (সহ-অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, করবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, সাইমন হার্মার, কাগিসো রাবাডা এবং কেশব মহারাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 6:15 PM IST

