Street Food: মুড়ি-ঘুগনি অতীত! এখন ডেবরার মানুষ মজেছেন বিহারের বিখ্যাত ১০ টাকার খাবারে, সকাল হতেই ভিড় উপচে পড়ছে দোকানে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক মুড়ির। সকালের টিফিনে মুড়ির সঙ্গে চপ কিংবা ঘুগনি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে বাঙালি। তবে সকালের সেই টিফিনে কিছুটা ভোলবদল।
advertisement
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক মুড়ির। সকালের টিফিনে মুড়ির সঙ্গে চপ কিংবা ঘুগনি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে বাঙালি। তবে সকালের সেই টিফিনে কিছুটা ভোলবদল। এবার সকালের ব্রেকফাস্টে বিহারের বিখ্যাত খাবার। বিহারের এই বিখ্যাত খাবার এখন পাওয়া যাচ্ছে ডেবরাতে। গরম কয়লা আঁচে সেঁকে, আলুর সুন্দর তরকারি দিয়ে পরিবেশন করা হচ্ছে গ্রাহকদের। আর এই বিখ্যাত খাবার খেতেই প্রতিদিন সকাল হলে ভিড় জমছে দোকানের সামনে। নিজে একজন বিহারের বাসিন্দা, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে থাকেন এখানে। তবে চেনা সেই মুড়ি-চপের ঘরানায় বদল আনতে এই আয়োজন।
বাংলা এবং বিহার পরস্পর যেন সমার্থক নাম। আর বিহারের সেই বিখ্যাত খাবার এখন মিলছে মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারে এখন পাওয়া যাচ্ছে বিহারের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার লিট্টি চোখা। যা মূলত আটা দিয়ে তৈরি এবং এর ভেতরে মশলাদার ছাতুর পুর ভরা থাকে। এটি সাধারণত ‘চোখা’ অর্থাৎ ভর্তা বা সেদ্ধ সবজি এবং ঘি দিয়ে পরিবেশন করা হয়। বিহারের রাস্তায় রাস্তায় বেজায় বিক্রি হয় এই খাবার। তবে মেদিনীপুরে তেমন কোনও প্রচলন নেই, তাও সকাল বেলায়। সকাল হলে ঘুগনি-মুড়ি কিংবা ইডলি ধোসাতেই টিফিন সারেন অনেকে। তবে এখানে সকাল হলেই বেশ কয়েক কেজি মসলার লিট্টি চোখা বিক্রি হচ্ছে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসছেন শীতের এই সকালে।
advertisement
advertisement
প্রসঙ্গত এটি বিহারের একটি ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড। সকাল বেলায় ডেবরা বাজারের এই দোকানে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। একেবারেই ভিন্ন স্বাদের। সম্পূর্ণ তেল ছাড়া এই খাবার। আগুনে সেঁকেই তৈরি হচ্ছে। ছোট থেকে বড় সকলেই সকালে ভিড় করছেন সেঁকা লিট্টির দোকানে। কাঠ কয়লার আঁচে ধীরে ধীরে সেঁকা হচ্ছে লিট্টি। গরম এই খাবার এই কয়েক দিনেই ডেবরা বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিহারের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর তিনি থাকেন মেদিনীপুরে। বিক্রেতা শশীভূষণ সাউ এই প্রথম শুরু করেছেন লিট্টি চোখার ব্যবসা। প্রতি পিস লিট্টির দাম ১০ টাকা। প্রতি প্লেটে থাকে দু’পিস, যার দাম ২০ টাকা। একদিকে সেঁকা লিট্টি অপরদিকে আলু সেদ্ধ। দুইটিই স্বাস্থ্যের পক্ষে ভাল। কোনওরকম ক্ষতি নেই। বেশ বড় সাইজের এই লিট্টি। তাই তিন থেকে চারটি খেলেই পেট ভরে যাচ্ছে সকলের। মূলত সকালের দিকেই বিক্রি করছেন তিনি। প্রতিদিন বেশ ভিড় থাকছে মানুষের তাই ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে খাওয়ার প্রবণতাও বাড়ছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 17, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Street Food: মুড়ি-ঘুগনি অতীত! এখন ডেবরার মানুষ মজেছেন বিহারের বিখ্যাত ১০ টাকার খাবারে, সকাল হতেই ভিড় উপচে পড়ছে দোকানে