Kylian Mbappe: এমবাপে যাচ্ছেন নাকি সৌদি আরবে? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন ফরাসি সুপারস্টার

Last Updated:

ফরাসি তারকা বন্ধুদের জানিয়েছেন যদি টাকাই তার মূল লক্ষ্য হত, তাহলে পিএসজির টাকাতেই সন্তুষ্ট ছিলেন। সৌদি আরবে যাওয়ার তার ইচ্ছে নেই

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এমবাপে
চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এমবাপে
মাদ্রিদ: পিএসজি-র হয়ে আর চুক্তি বাড়াতে চান না এমবাপে। পরের বছর তাঁর চুক্তি শেষ হচ্ছে। কিন্তু পিএসজি চায় এমবাপে তার আগেই চুক্তি বাড়িয়ে নিন। কারণ বিনামূল্যে এমবাপেকে ছাড়তে নারাজ তারা। সৌদির ক্লাবটি এমবাপেকে কিনলে পিএসজি-রও অনেক লাভ হবে। ১৭১৬ কোটি টাকার প্রস্তাব জীবনে একবারই আসে। তবে পিএসজির একার ইচ্ছে দিয়ে কিছু হবে না। শেষ কথা বলবেন এমবাপে।
তারা সেই সুযোগ হারাতে চায় না। বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনটেটকনপো একটি টুইট করেন। সেখানে নিজের একটি ছবি দিয়ে তিনি লেখেন, আমাকে এমবাপের মতো দেখতে। আল হিলাল আমাকে নিতে পারো। আনটেটকনপোর সেই টুইটে হাসির ইমোজি দেন। যা দেখে মনে করা হচ্ছে যে, এমবাপে আল হিলালে যাওয়ার ব্যাপার নিয়ে নিজেই মশকরা করছেন। সূত্রের খবর এমবাপে নাকি রিয়াল মাদ্রিদে যাবেন।
advertisement
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জেতা ক্লাবকে নাকি কথা দিয়ে দিয়েছেন তিনি। ফরাসি তারকা বন্ধুদের জানিয়েছেন যদি টাকাই তার মূল লক্ষ্য হত, তাহলে পিএসজির টাকাতেই সন্তুষ্ট ছিলেন। সৌদি আরবে যাওয়ার তার ইচ্ছে নেই। প্রাথমিক কারণ কার বয়স সবে ২৪ বছর। অতীতের বড় তারকারা যারা এখন ইউরোপের ক্লাবের সুযোগ পাচ্ছেন না, তারাই যাচ্ছেন সৌদিতে।
advertisement
advertisement
advertisement
তিনি এখন জীবনের সেরা ছন্দে আছেন। তাই খেলবেন ইউরোপের বড় ক্লাবে। মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর প্রকাশিত হবে। তাকে নিতে চায় বার্সেলোনাও। তবে স্পেনে খেললে রিয়েলই প্রথম পছন্দ
এমবাপের।
বাংলা খবর/ খবর/খেলা/
Kylian Mbappe: এমবাপে যাচ্ছেন নাকি সৌদি আরবে? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন ফরাসি সুপারস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement