IND vs PAK: ইডেনে হচ্ছে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ! স্পষ্ট ভবিষ্যৎবাণী সৌরভের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সৌরভ জানিয়ে দিয়েছেন যতই বিশ্বকাপে পরিসংখ্যানের দিক থেকে ভারত এগিয়ে থাক, পাকিস্তানকে কখনই হালকা করে নেওয়া যায় না
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় যা বলেন হাওয়ায় বলেন না। নিজের বুদ্ধি এবং যুক্তি সাজিয়ে কথা বলতে ভালোবাসেন মহারাজ। অনেকে এমন হিসাব দেখতে পান না যা তিনি আগে থেকে ক্যালকুলেট করতে পারেন। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে এবারের একদিনের বিশ্বকাপে ইডেনে ভারত পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘ অভিজ্ঞতা থেকে সৌরভ প্রায় নিশ্চিত।
যদি মহারাজের কথা মিলে যায় তাহলে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল খবর। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি প্রকাশের পর থেকেই গ্রুপ পর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ম্যাচ নিয়ে আলোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
advertisement
২০০৩ সালে দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়কের আশা, এ বারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান উভয় দলই সেমিফাইনাল খেলবে। তাঁর ভবিষ্যদ্বাণীকে সত্যি করে যদি এই দুই দলের মধ্যে যদি সেমিফাইনালে ওঠে, তাহলে এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের চাপানোতর শেষ হয়নি।
advertisement
“I want to see an India vs Pakistan World Cup semifinal at the Eden Gardens in Kolkata,” Sourav Ganguly tells his birthday wish.
Ganguly also believes India, Australia, New Zealand, England and Pakistan are strong contenders to reach the World Cup semis -via RevSportz #CWC23 pic.twitter.com/VuDlZAs4sL
— Farid Khan (@_FaridKhan) July 8, 2023
advertisement
পাকিস্তান তাদের কিছু ম্যাচ নির্দিষ্ট ভেনুতে খেলতে চায় না। অন্যদিকে, সেমিফাইনালে পৌঁছলে এবং ভারতের সঙ্গে ম্যাচ হলে মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় চলে যাবে ম্যাচ। সৌরভ জানিয়ে দিয়েছেন যতই বিশ্বকাপে পরিসংখ্যানের দিক থেকে ভারত এগিয়ে থাক, পাকিস্তানকে কখনই হালকা করে নেওয়া যায় না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা একবার ভারতকে হারালেও একদিনের বিশ্বকাপে এখনও পারেনি। কিন্তু বাবর, রিজওয়ান, ফখর জামান, হারিস রউফ, শাহিনদের কোয়ালিটি আছে যে কোনও ম্যাচের রং বদলে দেওয়ার। তাই সৌরভের আশা ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ইডেনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 1:49 PM IST