Dona Ganguly: ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে ওটা কে? বিরাট কাণ্ড, আবার 'একই ঘটনা'!

Last Updated:

Dona Ganguly- আরও একবার সাইবার ক্রাইমের শিকার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার পুরোনো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

News18
News18
কলকাতা: আরও একবার সাইবার ক্রাইমের শিকার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার পুরোনো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। নিজের দ্বিতীয় ফেসবুক একাউন্ট থেকে হ্যাক হওয়ার খবরটি জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়। এর আগেও একাধিকবার এই ব্লু টিক চিহ্ন দেওয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
এই নিয়ে এক বছরের কম ব্যবধানে মোট ৪বার অ্যাকাউন্ট হ্যাক হল ডোনা গঙ্গোপাধ্যায়ের। বারবার এমনটা ঘটায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে। গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে নিজের ফেসবুক হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন ডোনা। তারপর সেপ্টেম্বর মাসে ফের জোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। আবার এই বছর জানুয়ারিতে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়। আর এবারও একই কাণ্ড!
advertisement
আগেরবারও সাইবার ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করেছিলেন সৌরভের স্ত্রী। এর আগে ডোনা বলেছিলেন, ‘আমার পুরনো প্রোফাইলটি ফের হ্যাক হয়ে গিয়েছে। সাবধান! আমি এই মুহূর্তে অ্যাকাউন্টটি কিছুই করতে পারছি না, এটা এখন আমার আয়ত্তের বাইরে।’ ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগও জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন- ট্রেনারের বিয়ের রিসেপশনে হাজির কিং খান, সল্ট-পেপার লুকে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন
এর আগে প্রোফাইন হ্যাক হওয়ার পর ডোনার অ্যাকাউন্টে লেখা হয়েছিল- ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, কোনও পোস্টে আবার, ‘শান্তিতে ঘুমোও বোন ডোনা’। একটি পোস্টে লেখা ছিল, দুর্ঘটনায় নাকি ‘প্রাণ হারিয়েছেন’ নৃত্যশিল্পী ডোনা। তবে এই সব কটি পোস্টই ছিল বিজাতীয় ভাষায়, হিন্দি কিংবা ইংরাজিতে নয়। পরে অবশ্য জানা গিয়েছিল, ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে। তার পর আবার ডোনার ফেসবুকের লেখা বদলে হয়ে গিয়েছিল উর্দুতে। এবারও সেই একই কাণ্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Dona Ganguly: ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে ওটা কে? বিরাট কাণ্ড, আবার 'একই ঘটনা'!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement