Shah Rukh Khan: উফফ! কী লাগছে... ট্রেনারের বিয়ের রিসেপশনে হাজির কিং খান, সল্ট-পেপার লুকে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
বৃহস্পতিবার রাতের দিকে যখন নিজের স্বভাবসিদ্ধ রাজকীয় ভঙ্গিতে রিসেপশন পার্টিতে কিং খান হাজির হলেন, তখন সমস্ত প্রচারের আলোই যেন শুষে নিলেন তিনি।
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড বাদশা শাহরুখ খানের দীর্ঘদিনের ব্যক্তিগত ট্রেনার প্রশান্ত সাওয়ান্ত। বৃহস্পতিবারই মুম্বইয়ের এক ঝাঁ-চকচকে রেস্তোরাঁয় বসেছিল প্রশান্তের বিয়ের রিসেপশনের আসর। তারকাদের উপস্থিতি সেই অনুষ্ঠানকে যেন একটা আলাদাই মাত্রা দিয়েছিল। সামিল হয়েছিলেন অভিষেক বচ্চন, বরুণ ধওয়ান, মৃণাল ঠাকুর এবং সানি সিংয়ের মতো তারকারা। তবে বৃহস্পতিবার রাতের দিকে যখন নিজের স্বভাবসিদ্ধ রাজকীয় ভঙ্গিতে রিসেপশন পার্টিতে কিং খান হাজির হলেন, তখন সমস্ত প্রচারের আলোই যেন শুষে নিলেন তিনি।
advertisement
advertisement
এমনিতে ছবি-শিকারী এবং তাঁদের ক্যামেরা একটু এড়িয়ে চলেন বলিউডের এই দাপুটে সুপারস্টার। এমনকী অনেক সময় নিজেকে ছাতা দিয়ে ক্যামেরার ঝলকানি থেকে আড়াল করেও দেখা গিয়েছে তাঁকে। তবে এদিনের পার্টিতে অবশ্য সেসবের ধার ধারেননি তিনি। আর সেটাই যেন সকলের নজর কেড়ে নিয়েছে। শাহরুখকে দেখামাত্রই ঝলসে ওঠে পাপারাৎজিদের ক্যামেরা।
advertisement
ছড়িয়ে পড়া সেই ছবি-ভিডিও-য় দেখা যায়, শাহরুখের পরনে রয়েছে সাদামাটা কালো রঙা টি-শার্ট আর জিন্স। সেরকম জমকালো পোশাক না পরলেও আলাদা ভাবেই নজর কেড়েছেন অভিনেতা। এর পাশাপাশি অভিনেতার কাঁচা-পাকা দাড়ি যেন তাঁর জন্য এক আলাদাই স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দিয়েছে। আর কিং খানকে এই ছিমছাম অথচ স্টাইলিশ অবতারে দেখে যেন মাথা ঘুরে গিয়েছে ভক্তদেরও! এমনিতে বহু বছর ধরে শাহরুখের সঙ্গী প্রশান্ত সাওয়ান্ত। অভিনেতাকে প্রশিক্ষণ দেন তিনি। শাহরুখের দুর্ধর্ষ নিয়মানুবর্তিতা এবং ফিটনেসের প্রতি নিষ্ঠা – এই সংক্রান্ত বিষয়ে হামেশাই কথা বলতে দেখা গিয়েছে প্রশান্তকে। পিঙ্কভিলার সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রশান্ত বলেছিলেন যে, “যতক্ষণ না ওঁর ঘাম হচ্ছে, ততক্ষণ উনি সন্তুষ্ট হন না। আসলে ঘাম ঝরাতে ভালবাসেন উনি… ঘাম ঝরানো তাঁর জন্য খুবই জরুরি, সে খেলাধূলার মাধ্যমেই হোক কিংবা ওয়ার্কআউটের মাধ্যমেই হোক!”
advertisement
এখানেই শেষ নয়, চোট পেলেও ফিটনেস নিয়ে কখনও আপোস করেন না শাহরুখ। এমনটাই জানালেন প্রশান্ত। তাঁর কথায়, “ওঁর দেহ মেরামতির জন্য রীতিমতো লড়াই করি আমরা আর আমরা একটা টিম হিসেবেই কাজ করি… আমরা কৌশল আর ফর্মুলা বানাই। এই প্রক্রিয়ায় ছবির জন্য আমরা সিক্স-প্যাক অ্যাবস অথবা এমনকী এইট-প্যাক অ্যাবসও বানিয়েছি।”
এদিকে বর্তমানে ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে দেখা যাবে তাঁকে। সাম্প্রতিক এক ভিডিও-র ঝলকে ওই ছবিতে অভিনেতার লুক ভাইরাল হয়েছে। ফলে আর অপেক্ষা করে থাকতে পারছেন না ভক্তরাও। তবে এদিনের পার্টিতে অভিনেতার কাঁচা-পাকা দাড়ি দেখে অনেকেই মনে করছেন যে, এটা তাঁর আসন্ন ছবিরই লুক!
advertisement
Original Link:
Written By: Upasana
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 6:45 PM IST

