Indore Honeymoon Couple: শুধু রাজাই নয়, ছিল সোনমকেও ‘খুন’-এর পরিকল্পনা? মুখোমুখি জেরায় রাজ যা জানিয়েছে, হতবাক দুঁদে পুলিশকর্তারা

Last Updated:
Indore Honeymoon Couple: সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার চেয়েছিলেন সোনমেও খুন করতে? ষড়যন্ত্রের জাল কতটা গভীরে ছিল? তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।
1/12
*ইতিমধ্যেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশের ইনদওরের রাজা এবং সোনম রঘুবংশীর ঘটনা। আর তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার রাজা রঘুবংশী হত্যা মামলায় একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন মেঘালয় পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। পুলিশের দাবি, অভিযুক্ত রাজা রঘুবংশীকে হত্যা করেছে, সে অন্য কোনও মহিলাকে খুন করার ছক কষেছিল। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশের ইনদওরের রাজা এবং সোনম রঘুবংশীর ঘটনা। আর তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার রাজা রঘুবংশী হত্যা মামলায় একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন মেঘালয় পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। পুলিশের দাবি, অভিযুক্ত রাজা রঘুবংশীকে হত্যা করেছে, সে অন্য কোনও মহিলাকে খুন করার ছক কষেছিল। সংগৃহীত ছবি।
advertisement
2/12
*পুলিশের এই দাবি বিশ্বাসযোগ্য হলে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, সোনমের চর্চিত প্রেমিক রাজ কুশওয়াহার ষড়যন্ত্রের জাল কতটা গভীরে ছিল! সে আসলে অন্য এক মহিলাকে হত্যার ছক কষেছিল, যাতে সেই মহিলার মৃতদেহকে সোনমের বলে চালিয়ে দেওয়া যায়। এরপরে হয়তো দিন কয়েক গা-ঢাকা দিয়ে থেকে একটা সুন্দর এবং আরামদায়ক জীবন কাটাতে পারত সোনম। যদিও কিছু কারণবশত এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সংগৃহীত ছবি। 
*পুলিশের এই দাবি বিশ্বাসযোগ্য হলে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, সোনমের চর্চিত প্রেমিক রাজ কুশওয়াহার ষড়যন্ত্রের জাল কতটা গভীরে ছিল! সে আসলে অন্য এক মহিলাকে হত্যার ছক কষেছিল, যাতে সেই মহিলার মৃতদেহকে সোনমের বলে চালিয়ে দেওয়া যায়। এরপরে হয়তো দিন কয়েক গা-ঢাকা দিয়ে থেকে একটা সুন্দর এবং আরামদায়ক জীবন কাটাতে পারত সোনম। যদিও কিছু কারণবশত এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*পুলিশ জানিয়েছে, রাজা রঘুবংশী খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিল রাজ কুশওয়াহা। আর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে তার পাশে ছিল রাজার স্ত্রী সোনম রঘুবংশী নিজেই। আপাতত সোনম, রাজ কুশওয়াহা এবং তিন সুপারি-কিলার এখন পুলিশি হেফাজতে। বুধবার অভিযুক্তদের ৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সকলকে জেরা করা হচ্ছে। সংগৃহীত ছবি। 
*পুলিশ জানিয়েছে, রাজা রঘুবংশী খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিল রাজ কুশওয়াহা। আর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে তার পাশে ছিল রাজার স্ত্রী সোনম রঘুবংশী নিজেই। আপাতত সোনম, রাজ কুশওয়াহা এবং তিন সুপারি-কিলার এখন পুলিশি হেফাজতে। বুধবার অভিযুক্তদের ৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সকলকে জেরা করা হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
4/12
*ইস্ট খাসি হিলস এসপি বিবেক সিয়েম রাজা রঘুবংশী হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আনেন। তাঁর দাবি, এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী আসলে রাজ কুশওয়াহাই। সোনম তার সহকারীর ভূমিকা পালন করছিল। সংগৃহীত ছবি। 
*ইস্ট খাসি হিলস এসপি বিবেক সিয়েম রাজা রঘুবংশী হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আনেন। তাঁর দাবি, এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী আসলে রাজ কুশওয়াহাই। সোনম তার সহকারীর ভূমিকা পালন করছিল। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*জেলার শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, রাজ কুশওয়াহার মতলব ছিল, অন্য এক মহিলাকে খুন করার পর তাঁর দেহ এমন ভাবে পুড়িয়ে দেওয়া হবে, যাতে তাঁকে শনাক্ত করতে না পারা যায়। এরপর দুনিয়ার সামনে সেই মৃতদেহটিকে সোনমের বলে চালিয়ে দেওয়া হত। এভাবে পুলিশি তদন্তকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার ছক ছিল তাদের। সংগৃহীত ছবি। 
*জেলার শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, রাজ কুশওয়াহার মতলব ছিল, অন্য এক মহিলাকে খুন করার পর তাঁর দেহ এমন ভাবে পুড়িয়ে দেওয়া হবে, যাতে তাঁকে শনাক্ত করতে না পারা যায়। এরপর দুনিয়ার সামনে সেই মৃতদেহটিকে সোনমের বলে চালিয়ে দেওয়া হত। এভাবে পুলিশি তদন্তকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার ছক ছিল তাদের। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*অন্যদিকে, কয়েকদিন গা-ঢাকা দিয়ে থেকে চর্চিত প্রেমিক রাজের সঙ্গে আরামে জীবন কাটাত সোনম। তবে এসপি বিবেক সিয়েম এ-ও জানান যে, অভিযুক্তের এই মতলব সফল হয়নি। তার আগেই সমস্ত কিছু জানাজানি হয়ে যায়। সংগৃহীত ছবি। 
*অন্যদিকে, কয়েকদিন গা-ঢাকা দিয়ে থেকে চর্চিত প্রেমিক রাজের সঙ্গে আরামে জীবন কাটাত সোনম। তবে এসপি বিবেক সিয়েম এ-ও জানান যে, অভিযুক্তের এই মতলব সফল হয়নি। তার আগেই সমস্ত কিছু জানাজানি হয়ে যায়। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই সোনম, রাজ এবং আরও তিন অভিযুক্ত জানিয়েছে যে, একটি বোরখা পরে মেঘালয় থেকে পালিয়েছিল সোনম। এরপর ট্যাক্সি, বাস এবং ট্রেনে চেপে সে মধ্যপ্রদেশ পৌঁছয়। বিবেক সিয়েমের কথায়, গত ১১ মে রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। তার কিছু সময় পরেই ইনদওরে বসেই রাজাকে সরিয়ে দেওয়ার ছক কষে অভিযুক্তরা। আর এর মূল ষড়যন্ত্রকারী ছিল রাজ, সোনমও তাতে মত দিয়েছিল। সংগৃহীত ছবি। 
*জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই সোনম, রাজ এবং আরও তিন অভিযুক্ত জানিয়েছে যে, একটি বোরখা পরে মেঘালয় থেকে পালিয়েছিল সোনম। এরপর ট্যাক্সি, বাস এবং ট্রেনে চেপে সে মধ্যপ্রদেশ পৌঁছয়। বিবেক সিয়েমের কথায়, গত ১১ মে রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। তার কিছু সময় পরেই ইনদওরে বসেই রাজাকে সরিয়ে দেওয়ার ছক কষে অভিযুক্তরা। আর এর মূল ষড়যন্ত্রকারী ছিল রাজ, সোনমও তাতে মত দিয়েছিল। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*বিয়ের কয়েক দিন পরেই মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার ছবির মতো সাজানো সোহরায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন রাজা আর সোনম। গত ২৩ মে থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। এরপর ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের হদিশ মিলছিল না। তার সন্ধানে তল্লাশি চলতে থাকে। সংগৃহীত ছবি। 
*বিয়ের কয়েক দিন পরেই মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার ছবির মতো সাজানো সোহরায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন রাজা আর সোনম। গত ২৩ মে থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। এরপর ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের হদিশ মিলছিল না। তার সন্ধানে তল্লাশি চলতে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*পুলিশ অফিসারের আরও দাবি, অভিযুক্তদের আরও পরিকল্পনা ছিল। সকলকে এটা বিশ্বাস করানোর ছক কষেছিল যে, পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে সোনমের দেহ। কিন্তু কোনও ছকই সফল হয়নি। গত ১৯ মে সদ্যবিবাহিত দম্পতি অসম পৌঁছনোর দিন কয়েক আগেই সেখানে পৌঁছে গিয়েছিল রাজ এবং তিন অভিযুক্ত। সংগৃহীত ছবি। 
*পুলিশ অফিসারের আরও দাবি, অভিযুক্তদের আরও পরিকল্পনা ছিল। সকলকে এটা বিশ্বাস করানোর ছক কষেছিল যে, পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে সোনমের দেহ। কিন্তু কোনও ছকই সফল হয়নি। গত ১৯ মে সদ্যবিবাহিত দম্পতি অসম পৌঁছনোর দিন কয়েক আগেই সেখানে পৌঁছে গিয়েছিল রাজ এবং তিন অভিযুক্ত। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*প্রথমে গুয়াহাটিতেই রাজাকে মেরে ফেলার ছক কষেছিল তারা। সেই ছক সফল না হওয়ায় সোনম সকলের সম্মতি নিয়ে শিলং এবং সোহরায় নিয়ে যায় রাজাকে। এরপর তারা নোংরিয়াটে দেখা করে। বিবেক আরও বলেন, ওয়েইসডং জলপ্রপাত দেখার জন্য বেরিয়েছিলেন রাজা আর সোনম। এরপর সেখানেই অসম থেকে কেনা ছুরি নিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে তিন অভিযুক্ত। সংগৃহীত ছবি। 
*প্রথমে গুয়াহাটিতেই রাজাকে মেরে ফেলার ছক কষেছিল তারা। সেই ছক সফল না হওয়ায় সোনম সকলের সম্মতি নিয়ে শিলং এবং সোহরায় নিয়ে যায় রাজাকে। এরপর তারা নোংরিয়াটে দেখা করে। বিবেক আরও বলেন, ওয়েইসডং জলপ্রপাত দেখার জন্য বেরিয়েছিলেন রাজা আর সোনম। এরপর সেখানেই অসম থেকে কেনা ছুরি নিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে তিন অভিযুক্ত। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*২৩ মে দুপুর ২টো থেকে ২টো ১৮ মিনিটের মধ্যে সোনমের সামনেই খুন করা হয় রাজাকে এবং তাঁর দেহ একটি খাদে ফেলে দেওয়া হয়। এরপর আকাশ নামে এক অভিযুক্তকে সোনম নিজের রেনকোটটি দিয়ে দেয়। কারণ আকাশের জামায় লেগেছিল রক্তের দাগ। সংগৃহীত ছবি। 
*২৩ মে দুপুর ২টো থেকে ২টো ১৮ মিনিটের মধ্যে সোনমের সামনেই খুন করা হয় রাজাকে এবং তাঁর দেহ একটি খাদে ফেলে দেওয়া হয়। এরপর আকাশ নামে এক অভিযুক্তকে সোনম নিজের রেনকোটটি দিয়ে দেয়। কারণ আকাশের জামায় লেগেছিল রক্তের দাগ। সংগৃহীত ছবি।
advertisement
12/12
*তবে রেনকোটেও রক্তের দাগ থাকায় আকাশ সেটিকে ফেলে দেয়। আর স্কুটারে চেপে তারা জলপ্রপাত থেকে বেরিয়ে যায়। আর সেখানেই ফেলে দেওয়া হয় রাজা আর সোনমের ভাড়া করা টু-হুইলারটিও। এদিকে সোনমকে খোঁজার সময় রেনকোট এবং টু-হুইলারটির হদিশ মেলে। সংগৃহীত ছবি।
*তবে রেনকোটেও রক্তের দাগ থাকায় আকাশ সেটিকে ফেলে দেয়। আর স্কুটারে চেপে তারা জলপ্রপাত থেকে বেরিয়ে যায়। আর সেখানেই ফেলে দেওয়া হয় রাজা আর সোনমের ভাড়া করা টু-হুইলারটিও। এদিকে সোনমকে খোঁজার সময় রেনকোট এবং টু-হুইলারটির হদিশ মেলে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement