Sourav Ganguly on Virat Kohli: ফের বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়! বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে দিলেন নতুন তথ্য

Last Updated:

Sourav Ganguly on Virat Kohli: ফের একবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। পাশে দাঁড়ালেন রোহিত শর্মারও।

কলকাতা: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর প্রশ্নের মুখে পড়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন ফের পরিবর্তন হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বিরাট কোহলি অধিনায়কত্বে ভারতীয় দল অনেক বেশি আক্রমণাত্মক ছিল বলে মন করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। সেখানে ওভালে রোহিত শর্মাকে অনেক বেশি নেতিবাচক হয়েছে। বিরাট কোহলি থাকলে এত খারাপ পরিণতি হত বলে মনে করছেন অনেকে।
এমন পরিস্থিতিতে ফের একবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি থাকলে কী হত তা নিয়ে না ভেবে সামনে তাকানোর পরামর্শ দিয়েছেন সৌরভ। একইসঙ্গে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়েও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন সৌরভ। সেই সময় বিসিসিআইয়ের কেউ ভাবতেই পারেনি কোহলি টেস্টের অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।
advertisement
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,’টেস্ট নেতৃত্ব থেকে বিরাট যে ইস্তফা দেবে, এটা বোর্ডের কেউ ভাবেনি। দক্ষিণ আফ্রিকা সফরের পরে বিরাটের টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়াটা অপ্রত্যাশিত ছিল। আমি জানি না কেন ও ছেড়েছিল। কারণটা বিরাটই একমাত্র বলতে পারবে।’ সৌরভের এই মন্তব্যের ভারতীয় ক্রিকেটে ফের একবার আলোচনায় উঠে এসেছে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গ।
advertisement
advertisement
কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়া পর থেকেই সৌরভের সঙ্গে সম্পর্কের অবনতি হয় বল জল্পনা ছড়িয়ে পড়ে। যার প্রভাব দেখা গিয়েছে গত মাসে শেষ হওয়া আইপিএল ২০২৩-এও। আরসিবি ও দিল্লির শেষে ম্যাচে দুজনই পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করলেও কোহলি-সৌরভ দ্বন্দ্বে আগুন এখনও ধিক-ধিক করে জ্বলছে।
advertisement
তবে ওই টিভি চ্যানেলে রোহিত শর্মার পাশেও দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়া পর রোহিত শর্মাই টেস্ট অধিনায়ক হিসেবে সেরা বিকল্প ছিল বলে মনে করে সৌরভ। ফাইনালে হারলেও দল রোহিতের নেতৃত্বেই ফাইনাল পর্যন্ত পৌছেছে বলেও স্মরণ করিয়ে দেন সৌরভ।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly on Virat Kohli: ফের বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়! বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে দিলেন নতুন তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement