Viral News: ফুটবল ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছিল, স্কোর আপনার কল্পনারও বাইরে

Last Updated:
Viral News: বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ফুটবল। এই খেলার উন্মাদনাই আলাদা। আর ফুটবল ফ্যানেরা সবথেকে বেশি ভালবাসেন গোল দেখতে। তবে একটি ফুটবল ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছে সেই তথ্য কিন্তু অনেক কাছেই অজানা। আর সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন।
1/8
বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ফুটবল। এই খেলার উন্মাদনাই আলাদা। আর ফুটবল ফ্যানেরা সবথেকে বেশি ভালবাসেন গোল দেখতে।
বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ফুটবল। এই খেলার উন্মাদনাই আলাদা। আর ফুটবল ফ্যানেরা সবথেকে বেশি ভালবাসেন গোল দেখতে।
advertisement
2/8
তবে একটি ফুটবল ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছে সেই তথ্য কিন্তু অনেক কাছেই অজানা। আর সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন।
তবে একটি ফুটবল ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছে সেই তথ্য কিন্তু অনেক কাছেই অজানা। আর সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন।
advertisement
3/8
২০০২ সালে হয়েছিল একটি ফুটবল ম্যাচ। যা ফুটবলের ইতিহাসে একটি ম্যাচে সবথেকে সর্বাধিক গোলের রেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে। যা এখনও অটুট।
২০০২ সালে হয়েছিল একটি ফুটবল ম্যাচ। যা ফুটবলের ইতিহাসে একটি ম্যাচে সবথেকে সর্বাধিক গোলের রেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে। যা এখনও অটুট।
advertisement
4/8
২০০২ সালের ৩১ অক্টোবর মাদাগাস্কারে মুখোমুখি হয়েছিল সেখান প্রথম সারির দুই ক্লাব এএস আডেমা ও সো আই এমিনেরনে। ম্যাচটি মোট ১৪৯টি গোল হয়েছিল।
২০০২ সালের ৩১ অক্টোবর মাদাগাস্কারে মুখোমুখি হয়েছিল সেখান প্রথম সারির দুই ক্লাব এএস আডেমা ও সো আই এমিনেরনে। ম্যাচটি মোট ১৪৯টি গোল হয়েছিল।
advertisement
5/8
আসলে মাঠে সো আই এমিনেরনের প্লেয়ার সেদিন মাঠে বল পায়ে লাগায়নি। প্রতিপক্ষ দলতে বাধাও দেয়নি। তাই নির্ধারিত সময়ে এএস আডেমা ১৪৯ গোল করে ম্যাচ জেতে।
আসলে মাঠে সো আই এমিনেরনের প্লেয়ার সেদিন মাঠে বল পায়ে লাগায়নি। প্রতিপক্ষ দলতে বাধাও দেয়নি। তাই নির্ধারিত সময়ে এএস আডেমা ১৪৯ গোল করে ম্যাচ জেতে।
advertisement
6/8
এএস আডেমা নিজেরাই প্রতিবার গোলের মুখে নিয়ে গিয়ে গোল করেছে। আবার বল সেন্টারে নিয়ে এসে খেলা শুরু করেছে। এইভাবেই চলতে থাকে গোটা ম্যাচ।
এএস আডেমা নিজেরাই প্রতিবার গোলের মুখে নিয়ে গিয়ে গোল করেছে। আবার বল সেন্টারে নিয়ে এসে খেলা শুরু করেছে। এইভাবেই চলতে থাকে গোটা ম্যাচ।
advertisement
7/8
সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল। প্রতিবাদ তারা ওই ম্যাচে বল পায়ে ঠেকায়নি।
সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল। প্রতিবাদ তারা ওই ম্যাচে বল পায়ে ঠেকায়নি।
advertisement
8/8
সেই ম্যাচে পর দুই দশকের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু সেই এক ম্যাচে ১৪৯ গোলের রেকর্ড এখনও অটুট থেকে গিয়েছে ফুটবল ইতিহাসে।
সেই ম্যাচে পর দুই দশকের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু সেই এক ম্যাচে ১৪৯ গোলের রেকর্ড এখনও অটুট থেকে গিয়েছে ফুটবল ইতিহাসে।
advertisement
advertisement
advertisement