Sourav Ganguly: 'মনোজের অবসর বাংলা ক্রিকেটের ক্ষতি', প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Sourav Ganguly: বৃহস্পতিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বাংলা তথা ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা জানান মনোজ। মনোজের অবসর নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

অরুণ ঘোষ, ব্যারাকপুর: বৃহস্পতিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বাংলা তথা ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা জানান মনোজ। গত মরশুমেও মনোজের নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছিল। মনোজের অবসর নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোজকে বাংলার অসাধারণ খেলোয়াড় বলার পাশাপাশি বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভালো ফলের বিষয়েও আশাবাদী সৌরভ।
শুক্রবার ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি আয়োডজিত হয় ব্যারাকপুর সুকান্ত সদনে। সেখানে উপস্থিত হয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আর্মস পুলিশের ডিজি অনুজ শর্মা ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এছাড়া পুলিশের উচ্চ আধিকারিকরা। তারপরই মনোজ তিওয়ারি ও আসন্ন বিশ্বকাপ নিয়ে সৌরভ বলেন,”মনোজ তিওয়ারী বাংলার অসাধারণ ক্রিকেটার তার এই অবসর বাংলা ক্রিকেটের অনেকটাই ক্ষতি হল। আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভালো ফল করবে”।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সিতে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। করেছেন ২৮৭ রান করেছেন। দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৫ রান। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ঘরোয়া ক্রিকেটে করেছেন ৯ হাজারের উপর রান। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন মনোজ। তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রী হওয়ার পরও খেলা চালিয়ে গিয়েছিলেন মনোজ। তবে এবার তিনি কেরিয়ারে ইতি টানলেন। বাংলার হয়ে রঞ্জি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল মনোজের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: 'মনোজের অবসর বাংলা ক্রিকেটের ক্ষতি', প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement