'আগেই মাঠ থেকে অবসর নেওয়া উচিত ছিল', পুজারার অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ

Last Updated:

Sourav Ganguly: ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় তারকা। পুজারার অবসরের পর সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী থেকে শুরু অসংখ্যা প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন। এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

News18
News18
দীর্ঘ দিন জাতীয় দল থেকে ব্রাত্য থাকার পর অবশেষে গত রবিবার নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নেন চেতেশ্বর পুজারা। ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় তারকা। পুজারার অবসরের পর সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী থেকে শুরু অসংখ্যা প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন। এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
“পূজারা বিরাট মাপের ক্রিকেটার। অনেক আগেই মাঠ থেকে অবসর নেওয়া উচিত ছিল পূজারার।” মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সোমবার সিএবিতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, আরও আগে মাঠ থেকেই অবসর নেওয়া উচিত ছিল পূজারার। সৌরভের মতে, ‘পূজারা অনেকদিন জাতীয় দলের বাইরে। ও যে আর সুযোগ পাবে না, আগেই বোঝা উচিত ছিল। আমার মনে হয়, পূজারার মতো বড় মাপের ক্রিকেটারের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত ছিল।’
advertisement
প্রসঙ্গত, রবিবার সকালে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার চেতেশ্বর পুজারা। পুজারার অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগে অবসান। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় টেস্ট ক্রিকেটে পুজারাকেই ভারতীয় দলে ‘দ্য ওয়াল’ বলা হত।
advertisement
advertisement
চেতেশ্বর পুজারার কেরিয়ার নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। ১০৩টি টেস্টে ৭১৯৫ রান, ১৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ। তাঁর খেলা ছিল ধৈর্য, নিষ্ঠা ও কৌশলের মিশেল, যা আধুনিক ক্রিকেটের দ্রুতগতির ধারার মাঝেও টেস্ট ফরম্যাটের ক্লাসিক সৌন্দর্যকে তুলে ধরেছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আগেই মাঠ থেকে অবসর নেওয়া উচিত ছিল', পুজারার অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement