টি-২০ বিশ্বকাপে বুমরাহর ভবিষ্যৎ কী! ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Sourav Ganguly: পিঠে ব্যথা! বিশ্বকাপে কি সত্যিই খেলতে পারবেন না বুমরাহ! 'দাদা' কী বলছেন শুনুন।

#কলকাতা: পিঠের চোটের কারণে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সংবাদ সংস্থার তরফ থেকে এক বিসিসিআই কর্তাকে উদ্ধৃত করে এই খবরে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটে।
অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপে দলের প্রধান পেসার ছিটকে যাওয়ার খবরে হতাশ হয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু বুমরাহের চোটের খবরে নয়া মোড়। এখনও বিশ্বকাপে যাওয়ার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি তারকা পেসারের। সেই আশার ইঙ্গিত দিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
আরও পড়ুন- বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতলেও মালামাল হবে বাংলাদেশ! জেনে নিন সঠিক পরিমাণ
এক ইউটিউব চ্য়ানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান বুমরাহের অস্ট্রেলিয়ার প্লেনে ওঠার আশা এখনও রয়েছে। আগামি ২-৩
advertisement
advertisement
দিনের মধ্য়ে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
এখনও যে বিশ্বকাপের পরিকল্পনা থেকে বুমরাকে বাইরে রাখা হচ্ছে না সেই কথাও জানান বিসিসিআই সভাপতি। সৌরভ বলেন, 'এখনও বুমরা বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। দেখা যাক কী হয়।
আগামী দু’-তিন দিনে বোঝা যাবে ও অস্ট্রেলিয়া যাচ্ছে কি না। এখনই ওকে হিসেবের বাইরে রাখা হচ্ছে না।' সৌরভের এই বক্তব্য়ের পর একটু হলেও আশার আলো দেখছে ভারতীয় সমর্থকরা।
advertisement
প্রসঙ্গত, বুমরাহের চোটের কারণে শেষ পর্যন্ত না খেলতে পারলে কে হবে তার পরিবর্ত সেই বিষয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছে বিসিসিআই। আলোচনায় রয়েছে একাধিক নাম।
মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহারের পাশাপাশি উঠে আসছে ভারতের নতুন স্পিড স্টার উমরান মালিকের নাম। তবে বিসিসিআইযের তরফেও সরকারিভাবে জানানো হয়নি বজসপ্রীত বুমরাব টি২৯ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- বুমরাহকে ছাড়াও ভারত জিততে জানে, টি২০ বিশ্বকাপের আগে হুঁশিয়ারি প্রাক্তন ক্রিকেটারের
বর্তমানে বুমরা এনসিএতে রিহ্য়াব করছেন। অপরদিকে আইসিসির তরফ থেকে টি২০ বিশ্বকাপের জন্য় চূড়ান্ত ১৫ জনের নাম জমা দেওয়ার তারিখ ৯ অক্টোবর থেকে বাড়িয়ে ১৫ অক্টোবর করা হতে পারে। ফলে বুমরাহকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য় আরও কিছুটা সময় পাচ্ছে বিসিসিআই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপে বুমরাহর ভবিষ্যৎ কী! ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement