Sourav Ganguly: 'জীবনের নতুন অধ্যায় শুরু করছি', সৌরভের ট্যুইটে তুমুল জল্পনা!

Last Updated:

নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের তিরিশ বছর পূর্তিতে এ দিন ট্যুইটারে এই পোস্ট করেন সৌরভ৷

সৌরভের ট্যুইটে জল্পনা৷
সৌরভের ট্যুইটে জল্পনা৷
#কলকাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এ দিন নিজেই সামাজিক মাধ্যমে এ কথা ঘোষণা করেছেন সৌরভ নিজেই৷ সৌরভের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি রাজনীতিতে আসছেন কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ কারণ, ট্যুইটারে সৌরভ নিজের পোস্টে লিখেছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যার ফলে বহু মানুষ উপকৃত হবেন৷
advertisement
নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের তিরিশ বছর পূর্তিতে এ দিন ট্যুইটারে এই পোস্ট করেন সৌরভ৷ অতীতে অবশ্য সৌরভ নিজেই বার বার বলেছেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই৷ তা সত্ত্বেও রাজ্যসভা নির্বাচনের ঠিক আগে সৌরভের এই পোস্টে তাঁর রাজনীতিতে যোগ নিয়েই নতুন করে জল্পনা ছড়িয়েছে৷
advertisement
ট্যুইটারে সৌরভ লিখেছেন, '১৯৯২ সালে আমার ক্রিকেট জীবন শুরু করার পরে ২০২২ সালে আমার ক্রিকেট জীবনের ৩০ বছর পূর্তি হল৷ ক্রিকেট থেকে আমি অনেক কিছু পেয়েছি৷ সব থেকে গুরুত্বপূর্ণ, আপনাদের সবার সমর্থন পেয়েছি৷ আজ এই জায়গায় পৌঁছতে যাঁরা আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই৷ আজ আমি এমন কিছু করতে চলেছি যা অনেক মানুষের উপকারে লাগবে৷ আমি আশা করি জীবনের এই নতুন যাত্রাপথে আপনাদের সমর্থন পেতে থাকব৷  '
advertisement
আরও পড়ুন: ফুল দিয়ে বরণ সৌরভের, নিজের হাতে খাওয়ালেন ডোনা, বাঙালি মেনুতে মিটল শাহি সাক্ষাৎ
সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা নতুন নয়৷ কিন্তু সৌরভ নিজে কখনওই এ বিষয়ে আগ্রহ দেখাননি৷ আবার তিনি বিসিসিআই প্রেসিডেন্ট পদ ছেড়েছেন বা ছেড়ে দিচ্ছেন. এমন কোনও খবর নেই৷
বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপি-তে যোগদান নিয়ে জোরদার আলোচনা শুরু হয়৷ আবার কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে যাওয়ায় ফের সেই জল্পনা শুরু হয়৷
advertisement
দীর্ঘদিন ধরেই সৌরভ নিজের স্কুল শুরুর প্রকল্প নিয়ে কাজ করছেন, এই ট্যুইটের মাধ্যমে সৌরভ নিজের স্বপ্নের সেই স্কুল শুরু করারই ইঙ্গিত দিলেন, এমনটা মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ৷ তবে সৌরভকে ফোন করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি৷ ফলে আপাতত দাদার ধোঁয়াশা ভরা এই ট্যুইট নিয়েই গোটা বঙ্গ তো বটেই, দেশ জুড়েই হইচই পড়ে গিয়েছে৷ সম্ভবত সৌরভ নিজেই এই রহস্য ভেদ করবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: 'জীবনের নতুন অধ্যায় শুরু করছি', সৌরভের ট্যুইটে তুমুল জল্পনা!
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement