Sourav: সৌরভ এখনও মহারাজ! একসঙ্গে চার দলের বিরাট দায়িত্বে! আইপিএলে দাদাগিরি চলবে

Last Updated:
আইপিএলে সৌরভের নতুন চ্যালেঞ্জ শুরু
আইপিএলে সৌরভের নতুন চ্যালেঞ্জ শুরু
কলকাতা: শাহরুখ খানের কেকেআর অথবা বিসিসিআই তার অবদানের কথা মনে রাখুক আর নাই রাখুক সৌরভ গঙ্গোপাধ্যায় থেমে থাকতে জানেন না। হেরে যাওয়া তার অভিধানে নেই। সব সময় একটা মঞ্চ খুঁজে নেন। ক্রিকেটার হিসেবেও কামব্যাক করেছেন। এখন প্রশাসক হিসেবেও সমান চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছেন। সৌরভের এখন ধ্যান জ্ঞান দিল্লি ক্যাপিটালস দল।
মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ ও মহিলাদের আইপিএলে নিজের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের শিবিরেও যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন - Shakib: বাংলাদেশে খুন করা আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে সাকিব! শুরু বিতর্ক
কলকাতায় দু’দিনের শিবির করেছে দিল্লি ক্যাপিটালস। ১৯ মার্চ থেকে দিল্লিতে শিবির শুরু হওয়ার কথা। তবে ইতিমধ্যেই দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। সৌরভ জানেন শুধু মাঠে নয় একটা দলকে মানসিকভাবে লম্বা টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয়ে জোর দেওয়া দরকার।
advertisement
advertisement
এর মধ্যে নিজের বায়োপিক নিয়ে কথা শোনা যাচ্ছে। কিন্তু সৌরভ পেশাদার। আইপিএল চলাকালীন বায়োপিক নিয়ে বিশেষ কথা বলতে রাজি নন। আসলে তিনি যে কাজে হাত দেন সেটা সফল করে ছাড়তে ভালোবাসেন। দিল্লি দলের দায়িত্ব নেওয়া নতুন কিছু নয়। মেজাজটাই তার আসল রাজা।
advertisement
জানেন কতটা কঠিন লড়াই অপেক্ষা করবে। পাশাপাশি বাইরে যাওয়া ঋষভ পন্থকেও নিয়মিত মোটিভেশন দিয়ে যাচ্ছেন সৌরভ। যেভাবে এক সময় গাইড করতেন টিম ইন্ডিয়াকে, যেভাবে এক সময় বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন ভারতীয় দলকে, এখন দিল্লির মেনটর এবং ডিরেক্টর হিসেবে সেটাই চ্যালেঞ্জ সৌরভের।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav: সৌরভ এখনও মহারাজ! একসঙ্গে চার দলের বিরাট দায়িত্বে! আইপিএলে দাদাগিরি চলবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement