Shakib: বাংলাদেশে খুন করা আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে সাকিব! শুরু বিতর্ক
- Published by:Rohan roychowdhury
Last Updated:
দুবাই: ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর কয়েক ঘন্টা যেতে না যেতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। গা থেকে ব্রিটিশ বধের গন্ধ পুরোপুরি যায়নি। এক খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে পৌঁছে গেলেন সাকিব। এমনটাই জানাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব এমনিতেই বহু পণ্যের বিজ্ঞাপন করেন। শোরুম-দোকান উদ্বোধনেও তাকে দেখা যায়।
কিন্তু ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন।
আরও পড়ুন - Dhoni CSK: গিটার হাতে সুপারহিট ধোনি! চেন্নাই জার্সিতে মাহির নতুন ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউল সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়।
advertisement
advertisement
A fugitive accused in the murder of a police official owns Arav Jewellers, which is set to be inaugurated by Bangladesh cricket superstar Shakib Al Hasan in Dubai today.#crime #newsupdate https://t.co/9Xsvlyuv6n
— The Daily Star (@dailystarnews) March 15, 2023
advertisement
এরপর থেকে আরভ আরবেই থাকেন এবং গয়নার ব্যবসা করেন। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন। কয়েক মাস আগে জুয়া কম্পানির সঙ্গে চুক্তি করে বিতর্কিত সাকিব ফের এক বিতর্কের জন্ম দিলেন। তবে এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ গ্রহণ করবে কিনা নিশ্চিত নয়। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 1:37 PM IST