Surya Kumar: সৌরভ মুগ্ধ সূর্য কুমারের 'কম্পিউটার গেমের' ব্যাটিং দেখে! সেলাম জানালেন মহারাজ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: সূর্য কুমার যাদব এই মুহূর্তে পৃথিবীর সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। মঙ্গলবার রাতে এটা আবার বুঝতে পারলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যে অসাধারণ ইনিংস তিনি উপহার দিয়েছেন সেটা ভোলা সম্ভব নয়। কম্পিউটারের মতো ইনিংস খেলেছেন তিনি। সৌরভ বলেছেন সূর্য কুমারের ব্যাটিং যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। কম্পিউটারের মতো ব্যাট করছে। মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে।
সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান। তাঁকে যদি টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান বলা হয়, তাতে দোষের কিছু থাকবে না। সূর্য এই ফর্ম্যাটে যেভাবে খেলছেন তা অবিশ্বাস্য। আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত, সূর্য ব্যাট দিয়ে চারটি হাফ সেঞ্চুরি এসেছে। তিনি মাঠের চারদিকে স্কোর করতে পারেন।
আরও পড়ুন – আজ সৌরভ বনাম ধোনি! চেন্নাইয়ের মাঠে মহারাজের সার্জিক্যাল স্ট্রাইকের অপেক্ষা
চলতি আইপিএল-এ সূর্যের করা চারটি হাফ সেঞ্চুরির বিশেষ বিষয় হল চারবারই তাঁর স্ট্রাইক রেট ২০০ এর কাছাকাছি ছিল। যা বোঝায় যে সূর্য বোলারদের উপর কতটা প্রভাব বিস্তার করেন। এদিকে, সূর্যকুমার যাদব মঙ্গলবার, ৯ মে আইপিএলে তিনটি বড় মাইলফলক অর্জন করেছেন।আইপিএল ২০২৩-এর ৫৪ তম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করা সূর্য একটি বিশেষ সেঞ্চুরিও পূর্ণ করেছিলেন।
advertisement
advertisement
Surya Kumar yadav the best T20 player in the world .. it seems he bats on a computer .. @surya_14kumar @mipaltan
— Sourav Ganguly (@SGanguly99) May 9, 2023
হ্যাঁ, আইপিএল ক্যারিয়ারে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন সূর্য। অবশ্য সূর্য কুমার এমন ইনিংস খেলে থেমে থাকতে রাজি নন। আরও এরকম ইনিংস উপহার দিতে চান। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের এই টুইট শেয়ার করেছে। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এবার দেখার মত কামব্যাক করছে।
advertisement
এক অসাধারণ কাম ব্যাক দেখা যাচ্ছে রোহিত শর্মার দলের। আর সূর্য কুমার এরকম ছন্দে থাকলে তাদের আটকে রাখা খুব চাপের। রবি শাস্ত্রী অবাক যেভাবেই সূর্য কুমার মাঠে চারপাশে শট খেলতে পারেন। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বিশ্বকাপে ভারতের অন্যতম সম্পদ হতে চলেছেন মনে করেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 5:25 PM IST