Sourav Ganguly: রোহিত-কোহলির কেরিয়ার নিয়েবড় মন্তব্য সৌরভের! কী বললেন দাদা...

Last Updated:

Sourav Ganguly: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি যতদিন ভালো পারফর্ম করছেন, ততদিন তাঁদের ওয়ানডে ক্রিকেট খেলা উচিত।

News18
News18
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি যতদিন ভালো পারফর্ম করছেন, ততদিন তাঁদের ওয়ানডে ক্রিকেট খেলা উচিত। তিনি মনে করেন, এই ফরম্যাটে তাঁদের রেকর্ড “অসাধারণ”, এবং কেবলমাত্র ফর্মের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত—বয়স বা গুজবের ভিত্তিতে নয়।
সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, অক্টোবরের অস্ট্রেলিয়া সফর হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ ওয়ানডে সিরিজ। যেহেতু তাঁরা ইতিমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। এসব জল্পনার প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না, তাই মন্তব্য করতে পারব না।” তবে তিনি জোর দিয়ে বলেন, “যারা ভালো খেলবে, তারাই খেলবে। যদি ওরা ভালো খেলে, তাহলে অবশ্যই খেলা চালিয়ে যাক।”
advertisement
রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাঁরা কেউই ২০২৭ সালের বিশ্বকাপের কথা স্পষ্টভাবে বলেননি। তবে তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতা বিবেচনায় অনেকে মনে করছেন, তাঁরা এখনও ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একইসঙ্গে ২০২৭ ওডিআই বিশ্বকাপ জয় এখন রোহিত-কোহলির শেষ টার্গেট বলে মনে করছেন অনেকেই।
advertisement
advertisement
ভারতের পরবর্তী ওয়ানডে সফর শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি হোম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালেও নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাধিক সিরিজ থাকছে, যেখানে রোহিত ও কোহলির অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একইসঙ্গে তাদের ফর্ম কেমন তাও এই সিরিজগুলিতেই নির্ধারিত হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: রোহিত-কোহলির কেরিয়ার নিয়েবড় মন্তব্য সৌরভের! কী বললেন দাদা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement