Sourav Ganguly Birthday: জন্মদিনে রহস্যের অবসান ঘটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার থেকে নতুন ভূমিকায় দাদা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Birthday: ৫১তম জন্মদিনে কী ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন নতুন দায়িত্বে দেখা যায় সকলের প্রিয় দাদা-কে তা নিয়ে কৌতুহলে ছিল। কথা মতই জন্মদিনের দিন রহস্যের উন্মোচন করলেন সৌরভ। নিজের নতুন অ্যাপের কথা ঘোষণা করলেন মরাহাজ। নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’।
কলকাতা: জন্মদিনের আগের দিনই রহস্যময় পোস্ট করে জল্পনা বাড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন ৮ জুলাই বিশেষ কিছু ঘোষণা করতে চলেছে তিনি। ৫১তম জন্মদিনে কী ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন নতুন দায়িত্বে দেখা যায় সকলের প্রিয় দাদা-কে তা নিয়ে কৌতুহলে ছিল। কথা মতই জন্মদিনের দিন রহস্যের উন্মোচন করলেন সৌরভ। নিজের নতুন অ্যাপের কথা ঘোষণা করলেন মরাহাজ। নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টার ক্লাস’।
জন্মদিনে যে অ্যাপটি লঞ্চ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেটি একটি শিক্ষামূলক অ্যাপ। এখানে শিক্ষকের ভূমিকায় থাকবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অ্যাপে কোর্সের পাশাপাশি নিজের ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতির ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেবেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াই ও অধিনায়ক হয়ে ওঠার কাহিনিও রয়েছে এই অ্যাপে। সব মিলিয়ে সৌরভ নিয়ে মোট ৬টি ভিডিও রযেছে অ্যাপে।
advertisement
16+ years of international cricket and countless matches later… on this 51st bday, I sum up my learnings for you. They are now yours!
Announcing “Sourav Ganguly Masterclass”, an app that has my first-ever online course on leadership – https://t.co/fX0dM4NVTbThanks to… pic.twitter.com/Dek5fBzBM5
— Sourav Ganguly (@SGanguly99) July 8, 2023
advertisement
advertisement
নতুন অ্যাপটিতে প্রথম অবস্থায় বাংলা এবং ইংরাজি দু’টি ভাষাতে একটি করে কোর্স রয়েছে। এই কোর্সে ভর্তি হতে খরচ পড়বে ৪৯৯ টাকা। শুরুতেই এই টাকা একবারে দিয়ে দিতে হবে। এই অ্যাপ থেকে যে রোজগার হবে তাও মহৎ কাজেই খরচ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অ্যাপ থেকে যা হবে তা দুঃস্থদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এহেন উদ্যোগে খুশি ফ্যানেরা।
advertisement
প্রসঙ্গত, নিজের ৫১ তম জন্মিদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ দিনে রাতে পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন মহারাজ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাত ১২টা বাজতেই কেক কাটেন সৌরভ। ফ্যানেরাও পাঠিয়েছেন কেক ও উপহার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 4:00 PM IST