Sourav Ganguly Birthday: জন্মদিনে জানুন 'দাদার' ১০ কীর্তি, যা এখনও অটুট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Birthday: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরিটা গত বছরই পূরণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার আরও এক ৮ জুলাই। ৫১ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়কের। জন্মদিনে জেনে নিন সৌরভের ১০টি রেকর্ড।
ভারতীয় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ।
advertisement
বর্তমানে বন্ধ থাকলেও একসময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপ বলা হত। বিশ্বের এক মাত্র ক্রিকেটার হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি শতরান রয়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাইনালে ১১৭ রান করেছিলেন সৌরভ।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি আইসিসির নকআউট পর্বে অর্থাৎ ফাইনাল ও সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শতরান ও ২০০৩ বিশ্বকাপের সেমিতে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সৌরভ।
advertisement
সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটিতে একদিনের ক্রিকেটে ৬৬০৯ রান করেছেন। যা ওয়ান ডে ক্রিকেটারের ইতিহাসে সর্বোচ্চ ও এখনও অটুট রয়েছে।
advertisement
ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশপের নিরিখেও শার্ষে রয়েছে সৌরভ-সচিন জুটি। দুই কিংবদন্তী ব্যাটারের মোট ২১টি শতরানের পার্টনারশিপ রয়েছে।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান যিনি পরপর চারটি ম্যাচে একটানা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে এই রেকর্ড গড়েছিলেন তিনি। যা আজও অটুট।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথমবার কোনও ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ড্র করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩-০৪ সালে এই নজির গড়েছিল সৌভের টিম ইন্ডিয়া।
advertisement
প্রথম ভারত অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের মাটতে গিয়ে টেস্ট ও একদিনের সিরিজ জয়ের রেকর্ড গড়েছিলেন।
advertisement