Sourav Ganguly Biopic: দর্শক-ফ্যানরা তো মাতোয়ারা, এবার সৌরভ নিজেও আপ্লুত, নিজের মুখেই বায়োপিক নিয়ে যা বললেন

Last Updated:

Sourav Ganguly Biopic: সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর এবার আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। কে অভিনয় করবেন তাঁর চরিত্রে, দাদা নিজেই জানালেন।

সৌরভ গাঙ্গুলী 
সৌরভ গাঙ্গুলী 
: কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর এবার আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক। কে অভিনয় করবেন দাদার চরিত্রে? তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে? কবে মুক্তি পাবে এই বায়োপিক? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলার মানুষের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি এক আবেগের নাম। এবার এই জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, যা দাদার ভক্তদের জন্য এক বড় উপহার।
বৃহস্পতিবার বর্ধমান শহরে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে ছিল দাদাকে সামনে থেকে দেখার এক বিশেষ উন্মাদনা।
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নানা প্রশ্ন করেন, যার উত্তরও খোলাখুলিভাবে দেন তিনি। এক পড়ুয়ার প্রশ্নের উত্তরে দাদা জানান, তাঁর জীবনী নিয়ে খুব তাড়াতাড়ি একটি বায়োপিক আসতে চলেছে। এই সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। তবে ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
advertisement
তিনি আরও জানান, বায়োপিকটির কাজ বর্তমানে চলমান এবং এটি মুক্তি পেতে এখনও তিন থেকে চার বছর সময় লাগবে। দাদার জীবনের উত্থান-পতন, ক্রিকেট কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
Banowarilal Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Biopic: দর্শক-ফ্যানরা তো মাতোয়ারা, এবার সৌরভ নিজেও আপ্লুত, নিজের মুখেই বায়োপিক নিয়ে যা বললেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement