EXCLUSIVE: মার্চেই শুরু সৌরভের বায়োপিকের শুটিং। ডোনার ভূমিকায় বাঙালি নায়িকা! থাকছে বড় চমক!
- Reported by: EERON ROY BARMAN
- Published by:Sudip Paul
Last Updated:
Sourav Ganguly Bio Pic Shooting Start In March: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ২০২১ সালে জুলাই মাসে নিউজ18 বাংলায় সৌরভের বায়োপিক তৈরি হওয়ার সুপার এক্সক্লুসিভ খবর সম্প্রচারিত হয়।
কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ২০২১ সালে জুলাই মাসে নিউজ18 বাংলায় সৌরভের বায়োপিক তৈরি হওয়ার সুপার এক্সক্লুসিভ খবর সম্প্রচারিত হয়। তখনই থেকেই দীর্ঘ প্রতীক্ষা সৌরভ ভক্তদের। তবে সেই খবর হওয়ার পরে বেশ খানিকটা সময় কেটে যায় সিনেমার পর্দায় সৌরভ কে হবেন তা নির্বাচন করতে। বেশ কিছু নাম নিয়ে আলোচনা হওয়ার পর শেষ পর্যন্ত রাজকুমার রাওকে চূড়ান্ত করা হয় সৌরভের ভূমিকায়।
তারপর বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ করতেও বেশ সময় লাগে। গত বছর সিনেমার ডিরেক্টরের নামও প্রকাশ্যে আসে। বিক্রমাদিত্য মোতোয়ানি সৌরভের বায়োপিকের ডিরেক্টর। গত বছরই সম্পূর্ণ টিম নিয়ে কলকাতায় সৌরভের সঙ্গে বৈঠক করে প্রাথমিক রেইকির কাজ করে যান। তখন থেকেই প্রতীক্ষা শুরু হয় কবে থেকে শুরু হবে বায়োপিকের শুটিং। আর নতুন বছর পড়তেই শুটিং শুরুর সুখবর। আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং। সম্ভাব্য তারিখ হিসেবে ৯ই মার্চ শুটিং শুরুর দিন ঠিক করা হয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শুটিং শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের।
advertisement
দীর্ঘদিন ধরেই সিনেমার প্রি-প্রোকাডশন সংক্রান্ত কাজ চলছে। যা খবর, সেই কাজ প্রায় শেষ। এবার শুটিং পর্ব শুরু হবে। প্রথম পর্বের শুটিং হবে মুম্বইয়ে। তবে সিনেমায় অনেকটা জায়গা জুড়ে কলকাতায় শুটিং রয়েছে। এমনকি ইংল্যান্ডেও শুটিং রয়েছে। পাকিস্তানের সৌরভের সাফল্যের বিষয়টিও থাকবে সিনেমায়। তবে এখন পাকিস্তানে যাওয়া সম্ভব নয় বলে, মুম্বইতেই সেট তৈরি করা হবে। এরমধ্যেই রবিবার ইডেনে আসেন সৌরভের বায়োপিকের পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি। তাঁর সঙ্গে ছিলেন প্রোডাকশনের অন্য সদস্যরাও। এদিন তাঁরা ইডেন ঘুরে দেখেন। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
advertisement
advertisement
এছাড়াও যা খবর, মঙ্গলবার সৌরভের বাড়িতেও যাবেন। তার আগে সোমবার ময়দানে বেশ কিছু জায়গায় যাওয়ার কথা। আসলে শুটিংয়ের আগে শেষবারের জন্য রেইকি করতে এসেছেন বায়োপিকের পরিচালক। সবকিছু খতিয়ে দেখে শুটিংয়ের পরিকল্পনা তৈরি করবেন তিনি। বায়োপিকে রাজকুমার রাও সৌরভের চরিত্রে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়েছে আগেই।
আরও পড়ুনঃ Virat Kohli: চাপের মুহূর্তে কোহলির রাজকীয় সেঞ্চুরি, বুঝিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে এখনও তিনিই ‘কিং’
advertisement
তবে সকলের কৌতুহল ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্র কে করবেন, তা ঠিক হয়নি এখনও। যা খবর, কোনও বাঙালি অভিনেত্রীকেই দেখা যেতে পারে এই ভূমিকায়। এর আগে মিমি চক্রবর্তী নাম শোনা গিয়েছিল। আসলে সবটাই চূড়ান্ত হবে সৌরভ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর। এসএ টি-টোয়েন্টির দল প্রিটোয়িয়া ক্যাপিটালসের কোচ হিসাবে আপাতত সেদেশে রয়েছেন তিনি। সেমিফাইনালে উঠেছে তার দল। চলতি মাসের শেষদিকে শহরে ফেরার কথা সৌরভের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 10:43 PM IST










