চেয়ারম্যানের পদ নেননি! সেই আইপিএলে সৌরভ আবার ফিরছেন কলার তুলে

Last Updated:

Sourav Ganguly: বাঙালির গর্ব মহারাজকে সাইডলাইনে পাঠানো এত সহজ নয়! ফের দাদাগিরি হবে আইপিএলে।

#কলকাতা: নতুন বছর শুরুতেই সৌরভ অনুরাগীদের জন্য সুখবর। ফের ক্রিকেট মাঠে ফিরছেন দাদা। আইপিএলে দেখা যাবে আবার সৌরভকে।
ব্যাট হাতে কিংবা মেন্টরের ভূমিকায় নয়। আরো বড় ভূমিকায় ২২ গজে ফিরছেন সৌরভ। ডায়রেক্টর অফ ক্রিকেট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করার পথে হাঁটতে চলেছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
এর আগেও দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। মেন্টার হিসেবে ঋষভ পন্থদের দায়িত্ব সামলেছেন দাদা। এক বছর থাকার পর ২০১৯ সালে বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ। সেই সময় এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- রঞ্জি ক্রিকেট নতুন ইতিহাস গড়লেন জয়দেব উনাদকাট, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড
গত বছর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার পর সেভাবে কোনও ক্রিকেটীয় কাজকর্মে যুক্ত ছিলেন না সৌরভ। সিএবি সভাপতি হবেন বলে নিজে ঘোষণা করেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান। তারপর এক মাসের ছুটিতে লন্ডনে সময় কাটান মেয়ের সঙ্গে।
advertisement
কাতারে ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখতে যান। সেই সময় সৌরভের সঙ্গে দিল্লি ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের দেখা হয়। সূত্রের খবর, কাতারের মাটিতেই সৌরভের ক্রিকেটে কামব্যাকের বিষয়টি চূড়ান্ত হয়।
দিল্লি ফ্রাঞ্চাইজি সূত্রে খবর, এবার সৌরভের দায়িত্ব আরও বাড়ছে। শুধু মেন্টর নয়। ডায়রেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে বসানো হবে। দিল্লি দলের যাবতীয় ক্রিকেট সংক্রান্ত কাজকর্ম দেখবেন সৌরভ। জুনিয়র ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রেও সৌরভের ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ।
advertisement
আইপিএলের সময় দিল্লি দলের সঙ্গে সম্পূর্ণ ভাবে থাকবেন দাদা। কোচ পন্টিং-এর সঙ্গে যৌথভাবে কাজ করবেন। দলের সঙ্গে ট্রাভেলও করবেন। যদিও সৌরভ এই নিয়ে এখনই কিছু বলতে নারাজ। তবে সৌরভের ঘনিষ্ঠ মহলের দাবি, দিল্লি দলের সঙ্গে সব সময় সৌরভ রয়েছেন।
আরও পড়ুন- ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০, প্রথম একাদশ বাছতে গিয়ে সমস্যায় রাহুল দ্রাবিড়
বিসিসিআই সভাপতি হওয়ার জন্য শুধু তিন বছর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছিল। এবার তাই স্বাভাবিকভাবেই তিনি ফিরেছেন দিল্লি দলে। মঙ্গলবার এক অনুষ্ঠানে সৌরভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করেন।
advertisement
সৌরভ বলেন, ঋষভ আমার প্রিয় ক্রিকেটার। চোট আঘাত ক্রিকেটের অঙ্গ। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করিছি।‌
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চেয়ারম্যানের পদ নেননি! সেই আইপিএলে সৌরভ আবার ফিরছেন কলার তুলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement