ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০, প্রথম একাদশ বাছতে গিয়ে সমস্যায় রাহুল দ্রাবিড়

Last Updated:

মঙ্গলবার ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে নতুন বছরের পথ চলা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়া ও দাসুন শানাকার দল।

#মুম্বই: মঙ্গলবার থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য আরও একবার প্রস্তুত হার্দিক পান্ডিয়া। তবে লঙ্কান লায়ন্সদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে তা বাছতে রীতিমত সমস্যায় পড়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
কারণ এই সিরিজে দলের বাইরে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের মত একাধিক সিনিয়র ক্রিকেটার। সেখানে তরুণ ভারতীয় দলে প্রতিটি পজিশনে খেলার জন্য একাধিক প্লেয়ার রয়েছে। বিশেষ করে ওপেনিং জুটি বাছাটা করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে দ্রাবিড়কে। কারণ ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, শুবমান গিল একাধিক নাম রয়েছে। এছাড়া মিডিল অর্ডার, অলরাউন্ডার ও বোলিং বিভাগের অবস্থাও একই।
advertisement
এখনও পর্যন্ত যতদূর আভাস পাওয়া যাচ্ছে তাতে তাতে ভারতের হয়ে ইনিংসের শুরু করতে চলেছে ইশান কিশান ও রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ডাউনে সূর্যকুমার যাদবের জায়গা পাকা। চার নম্বরে আসবেন সঞ্জু স্যামসন। পাঁচে অধিনায়ক হার্দিক। এরপর ওলরাউন্ডার বিভাগে ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডার মধ্যে এক জন খেলবেন। অক্ষর প্যাটেলের জায়গা পাকা। লেগ স্পিনার হিসেবে খেলবেন যুজবেন্দ্র চাহল। দলের তিন পেসার হলেন হার্শাল প্যাটেল, অর্শদীপ সিং ও উমরান মালিক।
advertisement
advertisement
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা / ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০, প্রথম একাদশ বাছতে গিয়ে সমস্যায় রাহুল দ্রাবিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement