কালীঘাটে সৌরভ গঙ্গোপাধ্যায়! লক্ষ্মীবারে আইপিএলের আরেক দলও হাজির সেখানে

Last Updated:

Sourav Ganguly At Kalighat: চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লির পারফরম্যান্স বেশ খারাপ। পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে তারা। ঋষভ পন্থের দল তার মধ্যে হেরেছে চারটি। আপাতত আইপিএল পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে দিল্লি।

কলকাতা: আইপিএলে দিল্লির হাল ফেরাতে কালীঘাট মন্দিরে পূজো দিলেন দাদা। আইপিএলের ব্যস্ত সিডিউল-এর মধ্যেই কলকাতায় আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি।
মঙ্গলবার দিন দাদাগিরি শুটিং করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালের এপিসোড ছাড়া আর একটা দিন মাত্র শুটিং বাকি। তার মধ্যেই কালীঘাট মন্দিরে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় যান। পুজো দেন।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লির পারফরম্যান্স বেশ খারাপ। পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে তারা। ঋষভ পন্থের দল তার মধ্যে হেরেছে চারটি। আপাতত আইপিএল পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে দিল্লি।
advertisement
advertisement
আরও পড়ুন- যে কোনও দিন হার্দিকে ‘চাকরি’ যাবে! ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা! ভাইরাল ভিডিও
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর। তিনি দলের মেন্টর হওয়ার পর দিল্লির জন্য বেশ কয়েকজন ভাল ক্রিকেটার বেছে দিয়েছেন সৌরভ। যেমন বাংলার অভিষেক পোড়েল।
ভয়ঙ্কর চোট কাটিয়ে ঋষভ পন্থ মাঠে ফিরেছেন। দিল্লির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। তবে তাঁর দলের হাল বেশ খারাপ। ফলে এমন পরিস্থিতিতে দিল্লির প্লে-অফে ওঠার রাস্তাও ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
advertisement
পহেলা বৈশাখ ইডেনে কলকাতা বনাম লখনউ সুপার জয়েন্টস ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন কেকেআর ক্রিকেটাররা।
advertisement
এদিন কালীঘাট মন্দিরে যান রিঙ্কু সিং, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আইয়াররা।‌ চলতি আইপিএলের জয়ের হ্যাটট্রিকের পর শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নেওয়ার আগে পুজো দিলেন ক্রিকেটাররা।
বাংলা খবর/ খবর/খেলা/
কালীঘাটে সৌরভ গঙ্গোপাধ্যায়! লক্ষ্মীবারে আইপিএলের আরেক দলও হাজির সেখানে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement