ইডেনের মায়াবী লেজার শো-এ মুগ্ধ তিলোত্তমা, আলোর ঝর্নার ভিডিও শেয়ার সৌরভ-ঝুলনদের
- Published by:Sudip Paul
Last Updated:
শ্রীালঙ্কাকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে লঙ্কান লায়ন্সরা। রান তাড়া করতে নেমে ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ শেষে ইডেনে মায়াবী লেজার শো।
#কলকাতা: প্রথমে ভারত বনাম শ্রীলঙ্কার লো স্কোরিং একটা টানটান ম্যাচ। আর ম্যাচ শেষে রাতের মায়াবী ইডেন গার্ডেন্সে বিশ্বমানের লেজার শো। যা দেখে শুধু অবাক হওয়া বা চোখ ধাঁধিয়ে যাবে তা নয়, জুড়িয়ে যাবে মনও। ভারতের সিরিজ জয়ের এর থেকে ভালো সেলিব্রেশন আর কিছুই হতে পারে না। এককথায় বৃহস্পতিবার ক্রিকেটের নন্দন কাননে ক্রিকেট প্রেমিদের 'পয়সা উসুল' শো।
এই লেজার শো-য়ের জন্য বেশ কিছু দিন ধরেই প্পস্তুতি চলছিল ইডেনে। এমন একটা কিছু ঘটানোর লক্ষ্য ছিল যা এর আগে তিলোত্তমার ক্রিকেট প্রেমিরা কখনই দেখেননি। আর বৃহস্পতিবার সেটা করে দেখাল সিএবি। প্রথমে ঠিক হয়েছিল যে প্রথম ইনিংসের বিরতিতে হবে লেজার শো। কিন্তু শ্রীলঙ্কা তাড়াতাড়ি অলআউট হওয়ায় তা সম্ভব হয়নি। কারণ তখনও দিনের আলো ছিল। তাই ম্যাচ শেষে দেখানো হয় লেজার শো।
advertisement
ম্যাচ শেষের পর দর্শখরা অধীর আগ্রহে বসেছিল লেজার শোয়ের জন্য। আর যখন শুরু হল এই শো তখন মুগ্ধ সকলেই। মিউজিকের ছন্দে রং-বেরঙের আলোর মাতোয়ারা খেলায় তখন ভাসছে গোটা ইডেন গার্ডেন্স। মিনিট দশেকের মত লেজার শো মন জয় করে নিল সকলের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দসকে জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
Congratulations to indian team for winning the series .. well doneCAB for the wonderful laser show to celebrate it @bcci pic.twitter.com/MsfHzhLjIP
— Sourav Ganguly (@SGanguly99) January 12, 2023
এছাড়া স্টেডিয়ামে এই দিন উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় মহিলা দলের প্রাক্তন সদস্য বাংলার ঝুলন গোস্বামীও লেজার শো-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে অশোক দিন্দা , বৈশাখী ডালমিয়াদের। সকলেই চুটিয়ে উপভোগ করেন আলোর মায়াবী খেলা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারতীয় দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে লঙ্কান লায়ন্সরা। দলের হয়ে সর্বেচ্চ ৫০ রান করেন নুয়ানিদু ফার্নান্ডো। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপ বাড়লেও কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ইডেন জয় পায় টিম ইন্ডিয়া। কেএল রাহুল করেন অপরাজিত ৬৪ রান। ৪৩.২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লুরা। এই জয়ের ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 11:07 AM IST