বলে কুলদীপের ভেলকি, ব্যাটে ক্লাসিক রাহুল, ইডেনে লঙ্কা বধ করে সিরিজ ভারতের
- Published by:Sudip Paul
Last Updated:
শ্রীালঙ্কাকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে লঙ্কান লায়ন্সরা। রান তাড়া করতে নেমে ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
#কলকাতা: ইডেনে লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে একিদিনের সিরিজ পকেটে পুরল ভারতীয় ক্রিকেট দল। ৪ উইকেটে ম্যাচ জিতে নতুন বছরের প্রথম সিরিজ ১ ম্যাচ বাকি থাকতেই জিতে নিল টিম ইন্ডিয়া। মিশন ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোই শুরু করল রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে লঙ্কান লায়ন্সরা। রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপ বাড়লেও কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ইডেন জয় মেন ইন ব্লুদের। ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শুধু মাত্র নুয়ানিদু ফার্নান্ডো ও কুশল মেন্ডিসের মধ্যে ৭৩ রানের পার্টনারশিপ ছাড়া কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ফার্নান্ডো-মেন্ডিসের পার্টনারশিপ ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৩৯.৪ ওভারে ২১৫ রানে শেষ হয়ে যায় দাসুন শানাকার দলের ইনিংস। এদিন শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নুয়ানিদু ফার্নান্ডো।
advertisement
ভারতের বোলিং অ্যাটাকে দুরন্ত পারফর্ম করেন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। ৩টি করে উইকেট নেন দুজনে। যুজবেন্দ্র চাহলের জায়গায় দলে সুযোগ পেয়ে পয়া ইডেনে ফের একবার নিজের স্পিনের ভেলকি দেখান চায়নাম্যান স্পিনার কুলদীপ। এছাড়া ইডেনেও নিজের আগুনে বোলিং জারি রাখেন উমরান মালিক। দুটি উইকেট নেন কাশ্মীর এক্সপ্রেস। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
advertisement
advertisement
মাত্র ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্রিকেটের নন্দনকাননে এদিন ব্যর্থ হন ভারতের তারকাখোচিত টপ অর্ডার। শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে ব্যর্থ হন রোহিত শর্মা, শুবমান গিল, শ্রেয়স আইয়ররা। বিরাটের ব্যাটেও এদিন রান আসেনি। রোহিত ১৭, শুবমান ২১, কোহলি ৪ ও শ্রেয়স ২৮ রান করেন। ৮৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একসময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।
advertisement
এরপর দলের ইনিংসেরা রাশ ধরেন কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যায়। দুজন মিলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। হার্দিক পান্ডিয়া ৩৬ করে আউট হন। শেষের দিকে অক্ষর প্যাটেল করেন ২১। তবে একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান রাহুল। অর্ধশতরান পূরণ করেন তিনি। দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন রাহুল। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। ১০ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ৪৩.২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 9:03 PM IST