আজ সৌরভ-ডোনার বিবাহবার্ষিকী, আবার আজই সৌরভের জীবনের এক চরম 'দুঃখের দিন'!

Last Updated:

Sourav Ganguly marriage anniversary: বিয়ের পর সৌরভ-ডোনা একসঙ্গে পার করলেন ২৭ বছর। তবে আজ, ২১ ফেব্রুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে এক চরম কষ্টের দিনও বটে।

কলকাতা: ২৭ বছর ধরে তাঁরা একসঙ্গে! তবে ২৭ বছর বলাটা একটু ভুল হবে বোধ হয়! কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় তো ডোনাকে চিনতেন, জানতেন তারও আগে থেকে।
সৌরভ-ডোনার বিয়ের আজ ২৭ বছর। এমন দিনে বহু পুরনো এক ছবি পোস্ট করলেন সৌরভ। সেই ছবির ক্যাপশনে লিখলেন- বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার স্ত্রী  ডোনাকে। মন খারাপের দিন হোক বা সুসময়, পাহাড়ের মতো সব সময় আমার পাশে থেকেছে ও। এই উদযাপন আমাদের, এটা আজীবনের ভালবাসার উদযাপন।
আরও পড়ুন- কোহলিকে দ্বিতীয় সন্তানের শুভেচ্ছা সচিনের, ‘ভবিষ্যদ্বাণী’ মাস্টার ব্লাস্টারের
১৯৯৭ সালের ২১ শে ফ্রেব্রুয়ারি চার হাত এক হয়েছিল । দেখতে দেখতে আজ ২৬ বছর পার করে ২৭-এ পা। বিবাহিত জীবনে লম্বা ইনিংস খেলে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভালবাসা এখনও আছে সমানভাবে অটুট। ইনিংস আরও লম্বা হোক, সেটাই চান সৌরভের অনুগামীরা।
advertisement
advertisement
তবে আজ সৌরভের জীবনের এক চরম কষ্টের দিনও বটে। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়। একইদিনে সুখ ও দুঃখ, দুই-ই।
আরও পড়ুন- ‘মাঠে নেশাগ্রস্তদের মতো ঢুলতে থাকেন’আম্পায়রদের নিয়ে বিস্ফোরক মনোজ,নজর দিক BCCI
সৌরভের মা নিরূপা দেবীর এখন শরীর ভাল নেই। ১লা ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। দিন দুয়েক আগে তাঁকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। তবে আবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। কারণ স্টেন্ট বসবে। আপাতত কিছুটা সুস্থ আছেন সৌরভের মা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আজ সৌরভ-ডোনার বিবাহবার্ষিকী, আবার আজই সৌরভের জীবনের এক চরম 'দুঃখের দিন'!
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement