Manoj Tiwary: ‘মাঠে নেশাগ্রস্তদের মতো ঢুলতে থাকেন’ আম্পায়রদের নিয়ে বিস্ফোরক মনোজ, নজর দিক বোর্ড

Last Updated:
Manoj Tiwary: ধোনিকে নিয়ে মন্তব্য করার পর এবার মনোজের নিশানায় নেশাগ্রস্ত আম্পায়ররা!
1/8
: ক্রিকেট কেরিয়ারে ফুলস্টপ টেনেছেন তারপর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। প্রথমে ধোনির নাম করেই সরাসরি জিজ্ঞাসা তুলেছেন কেন তাঁকে জাতীয় দলে খেলার সুযোগ দেননি! এবার তো আরও মারাত্মক অভিযোগ এল বাংলার বিধায়কের গলা থেকে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আম্পায়ররা মাঠে অনেক সময়েই ঢুলতে থাকেন! যেন নেশা করে এসেছেন৷
: ক্রিকেট কেরিয়ারে ফুলস্টপ টেনেছেন তারপর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। প্রথমে ধোনির নাম করেই সরাসরি জিজ্ঞাসা তুলেছেন কেন তাঁকে জাতীয় দলে খেলার সুযোগ দেননি! এবার তো আরও মারাত্মক অভিযোগ এল বাংলার বিধায়কের গলা থেকে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আম্পায়ররা মাঠে অনেক সময়েই ঢুলতে থাকেন! যেন নেশা করে এসেছেন৷
advertisement
2/8
খেলোয়াড়দের  ডোপ টেস্ট হয়। তিনি বলেন ‘‘রেফরি বা অপায়ারদের কিছু নেই।’’ তিনি আম্পায়রদের ডোপ টেস্টের সওয়াল করেছেন৷ তাঁর সরাসরি অভিযোগ অনেক সময়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে আম্পায়রিং করার সময় তাঁরা নেশাগ্রস্ত অবস্থায় ঢুলতে থাকেন৷ মানে সোজা কথা মাঠের মধ্যে ঝিমোতে থাকেন৷
খেলোয়াড়দের  ডোপ টেস্ট হয়। তিনি বলেন ‘‘রেফরি বা অপায়ারদের কিছু নেই।’’ তিনি আম্পায়রদের ডোপ টেস্টের সওয়াল করেছেন৷ তাঁর সরাসরি অভিযোগ অনেক সময়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে আম্পায়রিং করার সময় তাঁরা নেশাগ্রস্ত অবস্থায় ঢুলতে থাকেন৷ মানে সোজা কথা মাঠের মধ্যে ঝিমোতে থাকেন৷
advertisement
3/8
৩৮ বছর বয়সী মনোজ তিওয়ারি 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, 'খেলোয়াড়দের অবশ্যই ডোপ টেস্ট করা উচিত, তবে আম্পায়ারদেরওর এই টেস্টের আওতায় আনা উচিত। আমি অনেকবার আম্পায়ারদের ঘুমিয়ে থাকতে দেখেছি।’’
৩৮ বছর বয়সী মনোজ তিওয়ারি 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, 'খেলোয়াড়দের অবশ্যই ডোপ টেস্ট করা উচিত, তবে আম্পায়ারদেরওর এই টেস্টের আওতায় আনা উচিত। আমি অনেকবার আম্পায়ারদের ঘুমিয়ে থাকতে দেখেছি।’’
advertisement
4/8
এখানেই  থামেননি মনোজ তিনি আরও বলেনয,  ‘‘আমি তাকে জিজ্ঞেস করলে, স্যার, আপনি রাতে পান করেছেন?  আমি হুইস্কি অন দ্য রকস পছন্দ করি৷’’ Photo- Representative
এখানেই  থামেননি মনোজ তিনি আরও বলেনয,  ‘‘আমি তাকে জিজ্ঞেস করলে, স্যার, আপনি রাতে পান করেছেন?  আমি হুইস্কি অন দ্য রকস পছন্দ করি৷’’ Photo- Representative
advertisement
5/8
মনোজ তিওয়ারি এই বিষয়টি বিসিসিআইয়ের নজরে আনতে চেয়েছেন, তিনি বলেছেন আম্পায়ারদের নির্বাচনের আগে তাঁদের চোখের পরীক্ষা করা উচিত।
মনোজ তিওয়ারি এই বিষয়টি বিসিসিআইয়ের নজরে আনতে চেয়েছেন, তিনি বলেছেন আম্পায়ারদের নির্বাচনের আগে তাঁদের চোখের পরীক্ষা করা উচিত।
advertisement
6/8
চলতি রনজি মরশুমে বাংলার দৌড় শেষ হওয়ার দিনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মনোজ তিওয়ারি। তিওয়ারি একদিকে যেমন ক্রিকেট খেলেন তেমনিই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রীও। সম্প্রতি রনজি ট্রফি বন্ধের  দাবি জানিয়েছিলেন৷
চলতি রনজি মরশুমে বাংলার দৌড় শেষ হওয়ার দিনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মনোজ তিওয়ারি। তিওয়ারি একদিকে যেমন ক্রিকেট খেলেন তেমনিই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রীও। সম্প্রতি রনজি ট্রফি বন্ধের  দাবি জানিয়েছিলেন৷
advertisement
7/8
মনোজ তিওয়ারি, যিনি ভারতের জার্সিতে  ১২ টি  ওডিআই ম্যাচ খেলেছেন, সম্প্রতি বলেছিলেন যে এমএস ধোনি সেঞ্চুরি করা সত্ত্বেও তাকে বাদ দিয়েছিলেন। এটা না হলে তিনিও বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সফল ক্রিকেটার হতে পারতেন।
মনোজ তিওয়ারি, যিনি ভারতের জার্সিতে  ১২ টি  ওডিআই ম্যাচ খেলেছেন, সম্প্রতি বলেছিলেন যে এমএস ধোনি সেঞ্চুরি করা সত্ত্বেও তাকে বাদ দিয়েছিলেন। এটা না হলে তিনিও বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সফল ক্রিকেটার হতে পারতেন।
advertisement
8/8
মনোজ তিওয়ারি বলেছেন যে তিনি যখন এমএস ধোনির সঙ্গে দেখা করবেন, তিনি অবশ্যই প্রশ্ন করবেন কেন তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
মনোজ তিওয়ারি বলেছেন যে তিনি যখন এমএস ধোনির সঙ্গে দেখা করবেন, তিনি অবশ্যই প্রশ্ন করবেন কেন তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
advertisement