Sourav Ganguly: সিএবির রাজনীতিতে নতুন সমীকরণ? এক ফ্রেমে হাসিমুখে সৌরভ ও 'প্রতিপক্ষ' বিশ্বরূপ

Last Updated:

Sourav Ganguly: দুজনের সম্পর্ক একসময় ছিল আদায়-কাঁচকলায়। দুজন দুই মেরুর বাসিন্দা। কিন্তু সিএবির বার্ষিক সাধারণ সভায় দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিশ্বরূপ দে-কে হাসিমুখে গল্প করতে। তাহলী কি এবার সিএবির রাজনীতিতে নতুন সমীকরণ?

এক ফ্রেমে হাসিমুখে সৌরভ ও  বিশ্বরূপ
এক ফ্রেমে হাসিমুখে সৌরভ ও বিশ্বরূপ
কলকাতা: দুজনের সম্পর্ক একসময় ছিল আদায়-কাঁচকলায়। দুজন দুই মেরুর বাসিন্দা। দুজন একে অপরের প্রতিপক্ষ হিসেবেই পরিচিত। সহজ কথায় বলতে দুজন দুই শিবিরের সেনাপতি। বিগত কয়েক বছর ধরে একে অপরের বিরোধিতা করতেই দেখেছেন আমজনতা। এবার প্রশ্ন হচ্ছে এই দুজন কে? একজন সিএবির প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অপরজন সিএবির প্রাক্তন কর্তা বিশ্বরূপ দে।
এক বছর আগেও সিএবির বার্ষিক সাধারণ সভার আয়োজনের আগে দুই শিবিরের লড়াইয়ের মুখ ছিলেন এই দুইজন। সিএবির প্রশাসনের শীর্ষ পদে থাকাকালীন জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর প্রেসিডেন্ট পদে বসেছিলেন সৌরভ। সর্বসম্মতভাবে সৌরভ সেই পদে না বসায় সেই তখন থেকেই প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় তৎকালীন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র।
advertisement
তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। বিভিন্ন সময়ে সিএবিতে কিংবা সংবাদ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য রেখেছেন। এক বছর আগেও সৌরভের প্যানেলের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছিলেন বিশ্বরূপ। পরিস্থিতি সামাল দিতে সৌরভ নিজে প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই লড়াই দেখেনি বঙ্গ ক্রিকেট ময়দান। সৌরভ আর সভাপতি পদে লড়াই করেননি। বিশ্বরূপ বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ভোটের ময়দানে তার প্যানেল নিয়ে নামেননি।
advertisement
advertisement
তবে তখন দুজনের সম্পর্কের ফাটলের যে জোড়া লেগেছিল তেমনটা হয়নি। কিন্তু এবার বোধহয় ময়দানের দুই যুযুধান কর্তার সম্পর্ক জোড়া লাগতে চলেছে। সম্পর্কের ফাটলে মেরামত হতে চলেছে। এতদূর পরে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে কেন এ কথা প্রতিবেদনে লেখা হচ্ছে? হঠাৎ কী হলো? আসলে শনিবার সিএবির ৯২ তম বার্ষিক সাধারণ সভা ছিল শহরের এক পাঁচ তারা হোটেলে। সেখানেই ফ্রেমবন্দী হয়েছেন একসঙ্গে সৌরভ-বিশ্বরূপ। দেখা থেকে কথা। পরস্পর পরস্পরের সঙ্গে করমর্দন করছেন। গল্পও করেছেন।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজন নিজেদের মধ্যে হাসিমুখে গল্পও করেছেন। এমনকি দিনের বৈঠকে সৌরভের তৈরি করা স্বপ্নের প্রজেক্ট ভিশন টোয়েন্টি টোয়েন্টি সিএবি কর্তারা বন্ধ করে দেওয়ায় প্রশ্ন তুলেছেন বিশ্বরূপ দে। কেন তোলা হলো জানতে চেয়েছেন। সভায় উপস্থিত থাকা সিএবির অনেক কর্তাই বলছেন, সাম্প্রতিক সময়ে দুজনকে একসঙ্গে এত হাসিমুখে কথা বলতে তারা দেখেননি। অনেকে তো এও মনে করছেন, এবার বোধহয় বিরোধিতার পালা শেষ। এক শিবিরেই হাতে হাত মিলিয়ে দেখা যাবে সৌরভ-বিশ্বরূপকে। এটাই নাকি মহারাজের মাস্টার স্ট্রোক।
advertisement
এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য পাওয়া না গেলেও বিশ্বরূপের দাবি, কয়েকদিন পরেই বিশ্বকাপ। এখন কোন বিরোধিতা নয় প্রশ্নই উঠে না। সিএবির স্বার্থে, বাংলা ক্রিকেটের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। পাশাপাশি মুচকি হেসে বিশ্বরূপের দাবি, কোন ভুল হলে আমি তার প্রতিবাদ করি। এই যেমন এজিএমে সৌরভের স্বপ্নের প্রজেক্ট বন্ধ হওয়া নিয়ে সরব হয়েছি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সিএবির রাজনীতিতে নতুন সমীকরণ? এক ফ্রেমে হাসিমুখে সৌরভ ও 'প্রতিপক্ষ' বিশ্বরূপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement