Sourav Ganguly in Hospital: আইপিএল ২০২২ মেগা নিলামের আগের দিন বেঙ্গালুরুতে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ -র মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ তার আগে বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly in Hospital) ৷
#বেঙ্গালুরু: ২০২১ -র জানুয়ারি মাসে হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভের হার্টে স্টেন বসেছিল। তারপর থেকে দাদা বেশ সুস্থই ছিলেন৷ কিন্তু গত বছর ডিসেম্বর মাসের একদম শেষদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ এবার আবার হাসপাতালে দাদা৷ রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ -র মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ তার আগে বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly in Hospital) ৷
হার্টের নিয়মিত চেকআপের জন্য এই ভর্তি হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly in Hospital) ৷ বেঙ্গালুরুতে ডক্টর দেবী শেঠির কাছে হেলথ চেকআপ ছিল দাদা-র৷ তিনি এই হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং নারায়ণা হাসপাতালের চেয়ারম্যান৷ চিকিৎসকরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হার্টের কন্ডিশন খতিয়ে দেখছেন৷

advertisement
advertisement

রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ ২২৭ জন বিদেশি ক্রিকেটার সহ মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন৷ ২ দিনের তারকা খচিত মেগা এই ইভেন্টে নজর সকলের৷ গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ন্টস এবারই প্রথম এই আইপিএল নিলামে অংশ নিচ্ছে৷ তাছাড়াও আগের পুরনো আটটি দল রয়েছে৷ মোট ১০ টি দল এই নিলামে অংশ নেবে৷
advertisement
গত বছরের শেষে করোনার কারণে হাসপাতালে ভর্তি হলেও খুব বেশি জটিলতা না থাকায় তাঁকে চারদিন বাদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মেয়ে সানাও করোনা পজিটিভ হয়েছিল৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 6:09 PM IST