Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও

Last Updated:

ভিডিওতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সৌরভকে নিখাদ ফ্যামিলি টাইম কাটাতে দেখা যাচ্ছে৷

Sourav and Dona: Dona Ganguly also dances with dada in London street,
Sourav and Dona: Dona Ganguly also dances with dada in London street,
#লন্ডন: বাঙালি জনতার খুবই প্রিয় সম্পর্ক দাদা-বৌদি৷ আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে দাদা হিসেবে দেখেন না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার৷ ৮ থেকে ৮০ সকলের কাছেই সৌরভ বড় প্রিয় ‘দাদা’৷  আর নিন্দুকদের মুখে ছাই দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের জুটি কোনও সুপারহিট ফিল্মের নায়ক-নায়িকার জুটির থেকে কোনও অংশে কম নয়৷ মহারাজের ৫০-র জন্মদিন ছিল খুবই স্পেশাল৷ বন্ধু থেকে মেয়ে সানা সকলকে নিয়েই দিনটা চুটিয়ে এনজয় করছিলেন দাদা৷
সৌরভ যে বিন্দাস তা এখন বেশ ভালই বোঝা যায়৷ তাই কেক কাটতে গিয়ে ডোনার সঙ্গে খুনসুটি থেকে লন্ডনের রাস্তায় বলিউড সুপারহিট গান ‘লন্ডন দা ঠুমকা’-র সঙ্গে মাঝরাতে নাচ সব কিছুই সুপার ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ আগে সোশ্যাল মিডিয়া না থাকায় তারকাদের অন্দরমহলের খবর বিশেষ একটা সামনে আসত না৷ কিন্তু এখন যুগটাই আলাদা৷ বিরাট --অনুষ্কার মতো স্টার দম্পতিরা প্রমাণ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ভালবাসা কত অবলীলায় তুলে ধরা যায়৷
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় যতটা জনপ্রিয় , ঠিক ততটাই সৌরভ-ডোনা জুটির জনপ্রিয়তাও অত্যন্ত বেশি৷ বিশেষত দাদা টিভি শো-তে সঞ্চালকের ভূমিকায় আসার পর বিভিন্ন সময়ে তাঁর ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি নিয়ে কথা বলে থাকেন৷ যার ফলে দাদা-র ফ্যানদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে৷ তবে দাদা-র লন্ডন দা ঠুমকার সুপারহিট সাফল্যের পর এবার লন্ডনের রাস্তায় সৌরভ , ডোনার দারুণ নাচ৷
advertisement
advertisement
দেখে নিন দাদা -বৌদির ভাইরাল নাচের ভিডিও
advertisement
ভিডিওতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সৌরভকে নিখাদ ফ্যামিলি টাইম কাটাতে দেখা যাচ্ছে৷ রাস্তার ধারে বসেনিজের ফোনে একের পর এক গান বাজাচ্ছেন ডিজে সানা! আর তাতে গোটা পরিবার নাচছে৷ ওম শান্তি ওম গানের সুপারহিট বলিউড ট্র্যাকে নাচছেন দাদা ও বৌদি৷ ‘অল হট গার্লস পুট ইওর হ্যান্ডস আপ অ্যান্ড সে ওম শান্তি ওম’ আর সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় বিন্দাস ডান্স যেকোনও দম্পতি ফের একবার নতুন সম্পর্কের কেমিস্ট্রি খুঁজতে সাহায্য করবে৷
advertisement
১৯৯৬ সালে প্রথমে লুকিয়ে প্রতিবেশী ডোনাকে বিয়ে তারপরে ১৯৯৭ ট্র্যাডিশানাল ভাবে বিয়ে সারেন ডোনা ও দাদা৷ বিয়ের ২৫ বছরেও তাঁদের মধ্যে যে চার্ম একইরকমভাবে রয়েছে তা বিভিন্ন সময়ে দেখা যায়৷ দাদা -র ৫০ তম জন্মদিনেও সেই ছবিই আরও একবার ফুটে উঠল৷ দাদা-র মধ্যরাতের কেক কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
কিন্তু ভাইরাল ভিডিওতে কি দাদা ছাড়া অন্য কিছুতে নজর গেছে! কেক কাটার পর প্রথম টুকরোটি স্নেহের সানাকে দেন দাদা৷ যেটা একেবারে হওয়ারই ছিল৷ কিন্তু সকলের সামনেই স্ত্রীর সঙ্গে দুষ্টু-মিষ্টি প্রেম! দ্বিতীয় টুকরোটি ডোনাকে দিতে ঠিক মুখের সামনে নিয়ে গিয়ে ফেরত নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দেন৷
advertisement
এদিকে এরপর অবশ্য ডোনা কিন্তু কেক থেকে একটি স্ট্রবেরি তুলে নিয়ে স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে তুলে দেন৷ এরপরেও সৌরভ ফের একবার তাঁকে কেকের টুকরো দিতে যান, কিন্তু এবার ডোনা আর সেটি খেতে চাননি৷
আসলে ডোনা নাকি খাওয়ার নিয়মে সামাণ্যতম ভুলও করেন না৷ তাই এক টুকরো কেকও তিনি মুখে নেন না৷ আর বরের জন্মদিনেও তাই এই কাজ তিনি করেননি৷
দাদা কিন্তু ৫০-র বার্থডে সেলিব্রেশনকে নিশ্চিতভাবে স্পেশাল করে রাখেন কারণ এরপর তিনি লন্ডনের রাস্তায় বিন্দাস নাচতেও দেখা যায় দাদাকে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement