Simon Doull: পাকিস্তান যেন নরক! প্রাণ নিয়ে ফিরতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন ধারাভাষ্যকার

Last Updated:
বাবরের সমালোচনা করে পাকিস্তানে জেলবন্দী ধারাভাষ্যকার!
বাবরের সমালোচনা করে পাকিস্তানে জেলবন্দী ধারাভাষ্যকার!
মুম্বই: দুদিন আগে আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। নিজের ৫০ রান করার লক্ষ্যে বিরাট শ্লথ ব্যাটিং করেছেন এমনটাই অভিযোগ ছিল সাইমন ডুলের। একজন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তার জন্য খাবার পাবেন না, জল পাবেন না, এমনকি প্রাণ সংশয় থাকবে - সেটাও সম্ভব? ভারতে কেউ এটা ভাবতে পারেন না।
কিন্তু সম্প্রতি পাকিস্তানে গিয়ে পিএসএল কভার করার সময় দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল ডুলের। সেটা ভাবলে শিউরে উঠতে হয়। বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন সাইমন ডুল। সেই সময় তিনি এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল ঝামেলায় জড়িয়েছিলেন। এর পরেই ডুলের বাইরে বার হওয়া মুশকিল হয়ে যায়।
advertisement
advertisement
কোনও মতে পাকিস্তান ছেড়ে পালিয়েছিলেন তিনি। ডুল বলেন, পাকিস্তানে থাকা আমার কাছে জেলে থাকার মতো। বাইরে বার হওয়া নিষেধ ছিল আমার। বাবরের ভক্তরা আমার জন্য অপেক্ষা করে থাকত। খাবার পেতাম না আমি। বেশ কিছু দিন না খেয়ে থাকতে হয়েছিল আমাকে। মানসিক ভাবে অত্যাচার চলত আমার ওপর। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে পাকিস্তান থেকে পালাতে পেরেছিলাম।
advertisement
advertisement
মনে হত জেলে বন্ধ হয়ে আছি। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটারদের অন্যতম মনে করা হয় বাবরকে। সব ধরনের ক্রিকেটেই সমান পারদর্শিতার সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে। ২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় বাবরকে। ২০২০ থেকে পাকিস্তানের সব ধরনের ক্রিকেটেই অধিনায়ক তিনি।
এদিকে ভারতবর্ষে ধারাভাষ্যকার হিসেবে স্বাধীন মত রাখার তার সম্পূর্ণ অধিকার আছে জানিয়েছেন ডুল। এরপর প্রশ্ন উঠতেই পারে যখন একজন বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকারের সঙ্গে এমন ব্যবহার করা হয় পাকিস্তানে, তারা কোন মুখে ভারতীয় দলকে সে দেশে আমন্ত্রণ জানায় ক্রিকেট খেলার জন্য? এর ফলে বিদেশে আবার নাক কাটা গেল পাকিস্তানের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Simon Doull: পাকিস্তান যেন নরক! প্রাণ নিয়ে ফিরতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন ধারাভাষ্যকার
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement