Ajinkya Rahane: রাহানেকে প্রস্তুত থাকতে বলল টিম ইন্ডিয়া, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফিরবেন কার জায়গায়?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
চেন্নাই: অজিঙ্কা রাহানেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি নিতে বলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কোচ রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোর তাকে জানিয়ে দিয়েছেন আইপিএলের মাঝেই অল্প সময় বের করে লাল ডিউক বল দিয়ে অনুশীলন শুরু করতে। আসলে আইপিএল শেষ হলেই এক সপ্তাহের ভেতর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতের হাতে বেশি সময় থাকবে না।
শ্রেয়স আইয়ার পারবেন না সেটা নিশ্চিত। সূর্য কুমার ছন্দে নেই। তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে এমন অবস্থায় সেরা পছন্দ হতে পারেন রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে শতরান করেছিলেন তিনি। বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তাই তিনি অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে।
আরও পড়ুন - KKR vs SRH: ইডেনে আজ রাসেল ঝড় উঠবে! বড় ভবিষ্যৎবাণী কেকেআর তারকা পেসারের
তাছাড়া এই মুহূর্তে আইপিএলে যেটুকু সুযোগ পেয়েছেন রাহানে তাতে প্রমাণ করে দিয়েছেন তিনি ছন্দে আছেন। বিশেষ করে মুম্বইয়ের বিরুদ্ধে একটা দুরন্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। রাহানের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন সুনীল গাভাসকার থেকে সঞ্জয় মঞ্জরেকর। সেই বিখ্যাত টাইমিং এবং টাচ দেখা গিয়েছিল ব্যাটিংয়ে। রাহুল দ্রাবিড় এই সুযোগটাই নিতে চাইছেন।
advertisement
advertisement
There is a spot available in India's middle order - could we see Ajinkya Rahane at the WTC final? https://t.co/XJMPpCbod5 pic.twitter.com/2a2Hsdw4JK
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 10, 2023
তিনি জানেন একজন ছন্দে থাকা ব্যাটসম্যান সবসময় রান করার জন্য চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। রাহানের এই মুহূর্তের ছন্দ তিনি ভারতের জার্সিতে কাজে লাগাতে চান। তাই তাকে দলে রাখা হবে ইংল্যান্ডে যাওয়ার সেটা বুঝেই দেওয়া হয়েছে। সরকারি ঘোষণা না হলেও রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন সেটা মোটামুটি ধরে নেওয়া যায়।
advertisement
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাকে সুযোগ দিয়েছে আবার নিজেকে প্রমাণ করার। সেই সুযোগ দু হাতে নিয়েছেন মুম্বইয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান। হয়তো বাকিদের থেকে অনেক কম টাকায় খেলছেন আইপিএলে। কিন্তু নিজেকে হারিয়ে যেতে দেননি। পরিশ্রম করে গিয়েছেন স্বপ্নের পেছনে।
বিশ্বাস করেছেন তার সময় শেষ নয়। তার পুরস্কার হয়তো পেতে চলেছেন অজিঙ্কা রাহানে। কে না জানে টেস্ট ক্রিকেটে তিনি স্পেশালিস্ট। শুধু দরকার ছিল হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের। সেটা ফিরে এসেছে তার খেলায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 11:34 AM IST