বাবরের সাম্রাজ্য শেষ করে নতুন রাজা সিকন্দর, জিম্বাবোয়ের কাছে হারল পাকিস্তান

Last Updated:

এবার জিম্বাবোয়ের কাছে হার, চাপ বাড়ল পাকিস্তানের ৷

বাবরের ব্যর্থতার দিনে বল হাতের দুর্দান্ত জিম্বাবুয়ের সিকান্দার
বাবরের ব্যর্থতার দিনে বল হাতের দুর্দান্ত জিম্বাবুয়ের সিকান্দার
জিম্বাবোয়ে - ১৩০/৮, পাকিস্তান - ১২৯/৮
পাকিস্তান - ১২৯/৮
১ রানে জয়ী জিম্বাবোয়ে
#পারথ: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ অল্পের জন্য হেরেছিল পাকিস্তান। কিন্তু হার তো হারই। তাই আজকের আগে পর্যন্ত তাদের পয়েন্টের ঘর ছিল শূন্য। পারথে যে কোনও মূল্যে দরকার ছিল জয়। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এটা ছাড়া পাকিস্তানের গতি ছিল না। ধারে ভারে জিম্বাবোয়ের থেকে অনেক এগিয়ে পাকিস্তান।
advertisement
advertisement
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে। বৃষ্টির কারণে ম্যাচ অমীমাংসিত থেকে যায়। সেই কারণে ১ পয়েন্ট ঘরে উঠেছে জিম্বাবোয়ের। সেদিক থেকে পাকিস্তান পিছিয়েই রয়েছে। তবে  বৃহস্পতিবার জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের পথ কণ্টকহীন করতে চাইবে পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট নেয় জিম্বাবোয়ে। শুরুটা খারাপ করেননি জিম্বাবোয়ের দুই ওপেনার ওয়েসলি মাধভেরে, ক্রেগ এরভিন। কিন্তু বেশিক্ষণ টানতে পারেননি তাঁরা। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন উইলিয়ামস। ২৮ বলে ৩১ করেন তিনি। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে জিম্বাবোয়ে।
advertisement
পাকিস্তানের মহম্মদ ওয়াসিম নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন শাদাব খান। কিন্তু রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন বাবর এবং রিজওয়ান। জিম্বাবোয়েকে সহজে হারানো যাবে না ইঙ্গিত দিচ্ছিলেন তাদের বোলাররা। বাবর আজম ফের ব্যর্থ হলেন। ৯ বলে মাত্র ৪ রান করে আউট হন।
রিজওয়ান ফিরে গেলেন ১৬ বলে ১৪ রান করে। ফেরালেন মুজারাবানি। চরম ব্যর্থ হলেন ইফতিকার। তার সংগ্রহ ৫। জিম্বাবোয়ের অখ্যাত বোলাররা টাইট বল করছিলেন। কিন্তু সেই শান মাসুদ শাদাব খানকে সঙ্গে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করে গেলেন। ঠিক এই সময় সিকন্দর রাজা ফিরিয়ে দিলেন শাদাবকে (১৭)।
advertisement
পরের বলেই সিকন্দর ফিরিয়ে দিলেন হায়দার আলিকে। মনে হচ্ছিল অঘটন ঘটতে চলেছে। কিন্তু নওয়াজ এবং শান লড়াই চালিয়ে গেলেন। কিন্তু আবার সেই সিকন্দর রাজা। তার বলে উইকেট রক্ষক স্টাম্প আউট করলেন শানকে। সিকন্দর ২৫ রানে তিনটি উইকেট নিলেন। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২২ রান। নওয়াজ এবং জুনিয়র সেটা করতে পারে কিনা দেখার ছিল। নওয়াজ ১৯ ওভারের চতুর্থ বলে ছয় মারলেন।
advertisement
শেষ ওভারে প্রয়োজন ছিল ১১। প্রথম বলে ৩ রান নিলেন নওয়াজ। তারপর চার মারলেন ওয়াসিম। কাছে এসেও পাকিস্তানকে আটকাতে পারল না জিম্বাবোয়ে। পঞ্চম বলে ইভান্স আউট করে দিলেন নওয়াজকে। শেষ বলে প্রয়োজন ছিল তিন রান। শাহিন শাহ আফ্রিদি দুটো রান নিলেন বটে, কিন্তু রান আউট হয়ে গেলেন। জিম্বাবোয়ে জিতে গেল নাটকীয় ম্যাচ। ভারতের পর পাকিস্তান এবার হারল জিম্বাবোয়ের বিরুদ্ধে। বিশ্বকাপে চাপ বেড়ে গেল তাদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাবরের সাম্রাজ্য শেষ করে নতুন রাজা সিকন্দর, জিম্বাবোয়ের কাছে হারল পাকিস্তান
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement