অ্যাডিলেডে ভক্তদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের পর শুভমান গিলের প্রতিক্রিয়া ভাইরাল ! নিজেই দেখুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shubman Gill's Reaction After Fan Chants 'Pakistan Zindabad': করমর্দনের পর ভক্তের অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় গিল অবাক হয়েছিলেন এবং এই ঘটনার ক্লিপটি এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।
অ্যাডিলেড: ভারত আর পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হানার পর তলানিতে গিয়ে ঠেকেছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসীদের মদত দেওয়া প্রতিবেশী দেশকে যেমন উচিত শিক্ষা দিয়েছে ভারতের সরকার এবং সেনা, ঠিক তেমনই অন্য দিকে ২২ গজে এশিয়া কাপে পাকিস্তানকে প্রত্যেক ম্যাচে হারিয়েছে ভারতের ক্রিকেট দল। কিন্তু তাতেও উত্তেজনা কমছে না, এবার তার মুখে পড়লেন শুভমন গিলও !
ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল এখন অ্যাডিলেডে আছেন, যেখানে তিনি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন। ম্যাচের আগে গিল রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন, সেখানেই এক ক্রিকেটভক্তর সঙ্গে দেখা হলে তিনি গিলের সঙ্গে করমর্দনের পর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন।
advertisement
advertisement
করমর্দনের পর ভক্তের অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় গিল স্বাভাবিকভাবেই অবাক হয়েছিলেন এবং এই ঘটনার ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
গত ৪ অক্টোবর রোহিত শর্মার জায়গায় ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গিল, এর পর গত মাসে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিলেন। ১৪, ২১ এবং ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সলমন আলি আঘার পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১০, ৪৭ এবং ১২ রান করেছিলেন তিনি।
advertisement
তিনটি ম্যাচের সবকটাতেই গিল ৫০ রানও তুলতে পারেননি ঠিকই, তবে তিনি ব্যর্থ হলেও ভারত সব ক্ষেত্রেই পাকিস্তানকে হারাতে সক্ষম হয়েছে।
A Pakistani fan met Shubman Gill in Adelaide and said, “Pakistan Zindabad.” pic.twitter.com/sfoqpeLOi0
— Sheri. (@CallMeSheri1_) October 22, 2025
advertisement
রবিবার, ১৯ অক্টোবর পারথের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে যাওয়ার পর অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি টিম ইন্ডিয়ার ভাগ্যে কী আনে সেটাই এখন দেখার।
প্রথম ওয়ানডেতে গিল ১৮ বলে মাত্র ১০ রান করতে পেরেছিলেন। যা-ই হোক, ২৬ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান বৃহস্পতিবার ব্যাট হাতে বড় কিছুর জন্য তৈরি, দেশও তার অপেক্ষা করছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 11:59 AM IST

