Shubman Gill: বিরাট কোহলির অল-টাইম রেকর্ড ভেঙে দিলেন শুভমান গিল, সঙ্গে গড়লেন আরও একাধিক নজির

Last Updated:

Shubman Gill: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল ২০২৫ সালের ২৬ জুলাই, শনিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলায় ইতিহাস গড়েছেন।

News18
News18
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল ২০২৫ সালের ২৬ জুলাই, শনিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলায় ইতিহাস গড়েছেন। তিনি সেনা (SENA – দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলিতে কোনও টেস্ট সিরিজে এশীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড ভেঙেছেন।
এছাড়া বিরাট কোহলির বড় রেকর্রডও ভেঙেছেন গিল। ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে গিলের দরকার ছিল ৭৪ রান, যাতে তিনি বিরাট কোহলির ২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরে করা ৬৯২ রানের রেকর্ড অতিক্রম করতে পারেন, এবং তিনি তা সফলভাবেই করে ফেলেছেন।

সেনা দেশগুলিতে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান (এশীয় ব্যাটসম্যানদের মধ্যে)

advertisement
advertisement

খেলোয়াড়দেশভেন্যুবছরম্যাচরানসেরা ইনিংস
শুভমান গিলভারতইংল্যান্ড২০২৫৬৯৭*২৬৯
বিরাট কোহলিভারতঅস্ট্রেলিয়া২০১৪-১৫৬৯২১৬৯
মহম্মদ ইউসুফপাকিস্তানইংল্যান্ড২০০৬৬৩১২০২
রাহুল দ্রাবিড়ভারতঅস্ট্রেলিয়া২০০৩-০৪৬১৯২৩৩
রাহুল দ্রাবিড়ভারতইংল্যান্ড২০০২৬০২২১৭
বিরাট কোহলিভারতইংল্যান্ড২০১৮৫৯৩১৪৯
advertisement
এর আগে ইংল্যান্ডে কোনও এশীয় ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল মহম্মদ ইউসুফের (৬৩১ রান, ২০০৬)। সেই রেকর্ডও ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনে ভেঙে দেন শুভমান গিল।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে এশীয় ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান

advertisement

খেলোয়াড়দেশবছরম্যাচরানসেরা ইনিংস
শুভমান গিলভারত২০২৫৬৯৭*২৬৯
মহম্মদ ইউসুফপাকিস্তান২০০৬৬৩১২০২
রাহুল দ্রাবিড়ভারত২০০২৬০২২১৭
বিরাট কোহলিভারত২০১৮৫৯৩১৪৯
সুনীল গাভাস্কারভারত১৯৭৯৫৪২২২১
advertisement

ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ডও ভাঙার খুব কাছে রয়েছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক।

খেলোয়াড়প্রতিপক্ষবছরম্যাচরানসেরা ইনিংস
সুনীল গাভাসকরওয়েস্ট ইন্ডিজ১৯৭১৭৭৪২২০
সুনীল গাভাসকরওয়েস্ট ইন্ডিজ১৯৭৮-৭৯৭৩২২০৫
যশস্বী জয়সওয়ালইংল্যান্ড২০২৪৭১২২১৪*
শুভমান গিলইংল্যান্ড২০২৫৬৯৭*২৬৯
বিরাট কোহলিঅস্ট্রেলিয়া২০১৪-১৫৬৯২১৬৯
advertisement
গিল যদি দ্বিতীয় ইনিংসে আরও ৩ রান করতে পারেন, তাহলে তিনি সুনীল গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের পর ভারতের হয়ে এক টেস্ট সিরিজে ৭০০+ রান করা তৃতীয় ব্যাটসম্যান হবেন।

অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান (ভারতের পক্ষে)

advertisement

খেলোয়াড়প্রতিপক্ষভেন্যুবছরম্যাচরানসেরা ইনিংস
সুনীল গাভাসকরওয়েস্ট ইন্ডিজভারত১৯৭৮-৭৯৭৩২২০৫
শুভমান গিলইংল্যান্ডইংল্যান্ড২০২৫৬৯৭*২৬৯
বিরাট কোহলিইংল্যান্ডভারত২০১৬৬৫৫২৩৫
এছাড়া, তিনি যদি ৬ রান আরও করেন, তাহলে যশস্বী জয়সওয়ালের (৭১২ রান, ২০২৪) রেকর্ড ভেঙে ভারত বনাম ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ রানকারী ভারতীয় ব্যাটসম্যান হবেন।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ রান

খেলোয়াড়দেশভেন্যুবছরম্যাচরানসেরা ইনিংস
গ্রাহাম গুচইংল্যান্ডইংল্যান্ড১৯৯০৭৫২৩৩৩
জো রুটইংল্যান্ডইংল্যান্ড২০২১-২২৭৩৭১৮০*
যশস্বী জয়সওয়ালভারতভারত২০২৪৭১২২১৪*
শুভমান গিলভারতইংল্যান্ড২০২৫৬৯৭*২৬৯
পরিশেষে, গিল যদি শেষ ইনিংসে আরও একটি শতরান করেন, তাহলে তিনি সুনীল গাভাসকর ও বিরাট কোহলির পর ক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হবেন। শুভমান গিল ২০২৫ সালের ইংল্যান্ড সফরে অসাধারণ ফর্মে আছেন এবং ইতিমধ্যেই একাধিক ইতিহাস গড়েছেন। তিনি আরও কিছু রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। এখন দেখার বিষয়, চতুর্থ টেস্টের চূড়ান্ত দিনে তিনি আর কতদূর যেতে পারেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: বিরাট কোহলির অল-টাইম রেকর্ড ভেঙে দিলেন শুভমান গিল, সঙ্গে গড়লেন আরও একাধিক নজির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement